Main Menu

ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের মিলনমেলা

ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের মিলনমেলা।

বনভোজনের মাধ্যমে অভিষেক অনুষ্ঠিত হলো বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়ার। গত ২৩ জানুয়ারি লস এঞ্জেলসের রোজমিট পার্কে ১৬ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা এতে যোগ দেন।

ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানস্থল হয়ে উঠে এক খন্ড বাংলাদেশ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের আয়োজনের মধ্যে ছিল ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা, ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন, র‌্যাফেল ড্রসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

হাসি-গান, আনন্দ আর খেলাধুলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপভোগ করেন ক্যালিফোর্নিয়ার ১৬ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট পদে রাসেল মাহমুদ জুয়েল এবং সাধারণ সম্পাদক পদে লিংকন আহমেদকে নির্বাচিত করা হয়।

ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সম্পর্কের ভিত্তিকে আরও মজবুত করার লক্ষ্যে এ আয়োজন বলে জানান আয়োজকরা।

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *