Main Menu

স্পেনের চার তারকা হোটেল রাখা হচ্ছে অভিবাসনপ্রত্যাশীদের

স্পেনের চার তারকা হোটেল রাখা হচ্ছে অভিবাসনপ্রত্যাশীদের। সম্প্রতি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে আসা অভিবাসনপ্রত্যাশীদের দেশটির দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়ার একটি হোটেলে আশ্রয় দেয়া হচ্ছে৷

চলতি বছরের শুরু থেকেই সাগর পাড়ি দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের আগমন অব্যাহত রয়েছে৷ দেশটির ক্যানারি দ্বীপপুঞ্জে এরইমধ্যে কয়েকশ অভিবাসনপ্রত্যাশী আশ্রয় নিয়েছেন৷

এদের মধ্যে ২৩০ অভিবাসনপ্রত্যাশীকে ক্যানারি দ্বীপ থেকে আন্দালুসিয়ার টোরোক্স-কোস্তা শহরের একটি চার তারকা হোটেলে স্থানান্তর করা হয়েছে৷

শীতকালে হোটেলটি বন্ধ থাকে৷ গত বছরের অক্টোবর মাসেও ৩৮৫ জন অভিবাসনপ্রত্যাশীকে এই হোটেলে জায়গা দেয়া হয়েছিল৷ ডিসেম্বরে তাদেরকে সেখান থেকে স্থানান্তর করা হয়েছিল৷ শীতের সময়ে হোটেলটি বন্ধ থাকলেও গত বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত হোটেলটি খোলা ছিল৷

স্পেনের সংবাদপত্র এসইউআর জানায়, মাদ্রিদ থেকে বাসে করে তাদেরকে টোরোক্স হোটেলে নিয়ে যাওয়া হয়৷ তার আগে ক্যানারি দ্বীপ থেকে চার্টার্ড ফ্লাইটে তাদেরকে মাদ্রিদে নিয়ে আসা হয়৷

অভিবাসনপ্রত্যাশীদের আবাসন নিয়ে বিতর্ক

টোরোক্সে গত বছর অ৷ভিবাসনপ্রত্যাশীদের জায়গা দেয়ার জেরে বিতর্ক শুরু হয়েছিল৷ মূলত শহরটির ডানপন্থি এক কাউন্সিলর সালভাদর এসকুদেরোর এক মন্তব্যের পর বিতর্ক শুরু হয়৷

এদিকে শহরের মেয়র ওসকার মেদিনাও এ বিষয়ে সরকারের সমালোচনা করেছিলেন৷ তার দাবি, শহরে অভিবাসনপ্রত্যাশীদের জায়গা দেয়ার বিষয়টি তিনি অভিবাসনপ্রত্যাশীদের আগমনের মাত্র একদিন আগে জানতে পেরেছিলেন৷ এজন্য তিনি সরকারের যোগাযোগ ব্যবস্থাপনাকে ‘দুর্বল’ বলে মন্তব্য করেছিলেন৷

তবে চলতি বছর অবশ্য শহর কর্তৃপক্ষের সাথে কেন্দ্রীয় প্রশাসনের যোগাযযোগ ও সমন্বয় বেশ ফলপ্রসূ বলে প্রতীয়মান হয়েছে৷ মেয়র মেদিনা এরইমধ্যে সরকার এবং রেড ক্রসকে ২৩০জন অভিবাসনপ্রত্যাশীর আগমনের বিষয়ে আগে থেকে তাকে অবহিত করায় কৃতজ্ঞতা জানিয়েছেন৷

স্পেনে অভিবাসী আগমন বেড়েছে ৮০ শতাংশের বেশি

ক্যানারি দ্বীপপুঞ্জে ইতিহাসের সর্বোচ্চ অভিবাসনপ্রত্যাশীর আগমনসহ ২০২৩ সালে স্পেনে অনিয়মিত পথে আসা অভিবাসীর সংখ্যা ৮০ শতাংশেরও বেশি বেড়েছে৷ ৩ জানুয়ারি দেশটির সরকার এ তথ্য জানিয়েছে৷

অভিবাসনপ্রত্যাশীদের উপচে পড়া ভিড়ে ভেঙে পড়েছিল ক্যানারির আশ্রয়ব্যবস্থা৷ এসব কারণে অভিবাসন ইস্যুটি গেল বছর স্পেনের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছিল৷ গ্রিস ও ইটালির সঙ্গে ইউরোপে উন্নত জীবনের খোঁজে আসা অভিবাসীদের কাছে স্পেনও হয়ে উঠেছে অন্যতম প্রবেশপথ৷

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালে মোট ৫৬ হাজার ৮৫২ জন অভিবাসনপ্রত্যাশী অনিয়মিত পথে স্পেনে আসেন৷ ২০২২ সালের তুলনায় যা ৮২ দশমিক ১ শতাংশ বেশি৷ ২০১৮ সালের পর, এবারই প্রথম দেশটিতে এতো বেশিসংখ্যক অভিবাসী এসেছেন৷ ওই বছর ৬৪ হাজার ২৯৮ জন অভিবাসনপ্রত্যাশী অনিয়মিত পথে স্পেনে এসেছিলেন৷

গেল বছর আসা অভিবাসীদের বেশিরভাগই অর্থাৎ ৩৯ হাজার ৯১০ জন আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আটলান্টিক মহাসাগারের বিপজ্জনক অভিবাসন রুট পাড়ি দিয়ে ক্যানারিতে এসেছেন৷ ২০২২ সালের তুলনায় সংখ্যাটি ১৫৪ দশমিক ৫ শতাংশ বেশি৷ সূত্র: ইনফোমাইগ্রেন্টস






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *