স্পেনের চার তারকা হোটেল রাখা হচ্ছে অভিবাসনপ্রত্যাশীদের
স্পেনের চার তারকা হোটেল রাখা হচ্ছে অভিবাসনপ্রত্যাশীদের। সম্প্রতি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে আসা অভিবাসনপ্রত্যাশীদের দেশটির দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়ার একটি হোটেলে আশ্রয় দেয়া হচ্ছে৷
চলতি বছরের শুরু থেকেই সাগর পাড়ি দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের আগমন অব্যাহত রয়েছে৷ দেশটির ক্যানারি দ্বীপপুঞ্জে এরইমধ্যে কয়েকশ অভিবাসনপ্রত্যাশী আশ্রয় নিয়েছেন৷
এদের মধ্যে ২৩০ অভিবাসনপ্রত্যাশীকে ক্যানারি দ্বীপ থেকে আন্দালুসিয়ার টোরোক্স-কোস্তা শহরের একটি চার তারকা হোটেলে স্থানান্তর করা হয়েছে৷
শীতকালে হোটেলটি বন্ধ থাকে৷ গত বছরের অক্টোবর মাসেও ৩৮৫ জন অভিবাসনপ্রত্যাশীকে এই হোটেলে জায়গা দেয়া হয়েছিল৷ ডিসেম্বরে তাদেরকে সেখান থেকে স্থানান্তর করা হয়েছিল৷ শীতের সময়ে হোটেলটি বন্ধ থাকলেও গত বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত হোটেলটি খোলা ছিল৷
স্পেনের সংবাদপত্র এসইউআর জানায়, মাদ্রিদ থেকে বাসে করে তাদেরকে টোরোক্স হোটেলে নিয়ে যাওয়া হয়৷ তার আগে ক্যানারি দ্বীপ থেকে চার্টার্ড ফ্লাইটে তাদেরকে মাদ্রিদে নিয়ে আসা হয়৷
অভিবাসনপ্রত্যাশীদের আবাসন নিয়ে বিতর্ক
টোরোক্সে গত বছর অ৷ভিবাসনপ্রত্যাশীদের জায়গা দেয়ার জেরে বিতর্ক শুরু হয়েছিল৷ মূলত শহরটির ডানপন্থি এক কাউন্সিলর সালভাদর এসকুদেরোর এক মন্তব্যের পর বিতর্ক শুরু হয়৷
এদিকে শহরের মেয়র ওসকার মেদিনাও এ বিষয়ে সরকারের সমালোচনা করেছিলেন৷ তার দাবি, শহরে অভিবাসনপ্রত্যাশীদের জায়গা দেয়ার বিষয়টি তিনি অভিবাসনপ্রত্যাশীদের আগমনের মাত্র একদিন আগে জানতে পেরেছিলেন৷ এজন্য তিনি সরকারের যোগাযোগ ব্যবস্থাপনাকে ‘দুর্বল’ বলে মন্তব্য করেছিলেন৷
তবে চলতি বছর অবশ্য শহর কর্তৃপক্ষের সাথে কেন্দ্রীয় প্রশাসনের যোগাযযোগ ও সমন্বয় বেশ ফলপ্রসূ বলে প্রতীয়মান হয়েছে৷ মেয়র মেদিনা এরইমধ্যে সরকার এবং রেড ক্রসকে ২৩০জন অভিবাসনপ্রত্যাশীর আগমনের বিষয়ে আগে থেকে তাকে অবহিত করায় কৃতজ্ঞতা জানিয়েছেন৷
স্পেনে অভিবাসী আগমন বেড়েছে ৮০ শতাংশের বেশি
ক্যানারি দ্বীপপুঞ্জে ইতিহাসের সর্বোচ্চ অভিবাসনপ্রত্যাশীর আগমনসহ ২০২৩ সালে স্পেনে অনিয়মিত পথে আসা অভিবাসীর সংখ্যা ৮০ শতাংশেরও বেশি বেড়েছে৷ ৩ জানুয়ারি দেশটির সরকার এ তথ্য জানিয়েছে৷
অভিবাসনপ্রত্যাশীদের উপচে পড়া ভিড়ে ভেঙে পড়েছিল ক্যানারির আশ্রয়ব্যবস্থা৷ এসব কারণে অভিবাসন ইস্যুটি গেল বছর স্পেনের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছিল৷ গ্রিস ও ইটালির সঙ্গে ইউরোপে উন্নত জীবনের খোঁজে আসা অভিবাসীদের কাছে স্পেনও হয়ে উঠেছে অন্যতম প্রবেশপথ৷
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালে মোট ৫৬ হাজার ৮৫২ জন অভিবাসনপ্রত্যাশী অনিয়মিত পথে স্পেনে আসেন৷ ২০২২ সালের তুলনায় যা ৮২ দশমিক ১ শতাংশ বেশি৷ ২০১৮ সালের পর, এবারই প্রথম দেশটিতে এতো বেশিসংখ্যক অভিবাসী এসেছেন৷ ওই বছর ৬৪ হাজার ২৯৮ জন অভিবাসনপ্রত্যাশী অনিয়মিত পথে স্পেনে এসেছিলেন৷
গেল বছর আসা অভিবাসীদের বেশিরভাগই অর্থাৎ ৩৯ হাজার ৯১০ জন আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আটলান্টিক মহাসাগারের বিপজ্জনক অভিবাসন রুট পাড়ি দিয়ে ক্যানারিতে এসেছেন৷ ২০২২ সালের তুলনায় সংখ্যাটি ১৫৪ দশমিক ৫ শতাংশ বেশি৷ সূত্র: ইনফোমাইগ্রেন্টস
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More