ইতালিতে মো. ইসমাইল হোসেন নামে এক বাংলাদেশি শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি দেশটির মিলানে বসবাস করতেন।
বিশ্ববিদ্যালয়ের ইতালি প্রবাসী আরেক শিক্ষার্থী শিশির কুমার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ইসমাইল লিভারের সমস্যাজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জানা গেছে, ইসমাইল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
এদিকে ঈসমাইল হোসেনের মৃত্যুতে ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন।
ঈসমাইল সিসকো আইটি কোম্পানিতে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়। তাঁর মৃতদেহ দেশে আনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।