ডিভোর্সের পরে দুধ দিয়ে গোসল করে বিয়ে না করার শপথ
নিউজ ডেস্ক:
প্রায় তিন বছর প্রেমের পর আদালতের মাধ্যমে বিয়ে করেছিলেন ইশান মাহমুদ শ্রাবণ। কিন্তু আর্থিক অবস্থা ভালো না হওয়ায় বিয়ের মাত্র ১১ দিনেই ডিভোর্স দেন তার স্ত্রী। তাই এক মণ দুধ দিয়ে গোসল করে জীবনে আর কখনোই প্রেম-বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন জামালপুরের এই যুবক।
গত শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের পড়াগলী এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (১২ নভেম্বর) রাতে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে মুহূর্তেই তা ভাইরাল হয়।
ঈশান মাহমুদ শ্রাবণের বাড়ি জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের মির্জাপুর এলাকায়। তিনি ওই এলাকার আবুল কাশেমের ছেলে। তার নানাবাড়ি মেলান্দহের পড়াগলী এলাকায়।
স্থানীয়রা জানায়, ঈশান মাহমুদ শ্রাবণ পড়াগলী এলাকায় নানাবাড়িতে ছোট থেকে বড় হয়েছেন এবং সেখানে লেখাপড়া করতেন। এসএসসি পাসের পর নিজ গ্রাম মির্জাপুর ফিরে আসেন। পরে নান্দিনা এলাকার শেখ আনোয়ার হোসেন কলেজে ভর্তি হন। এ সময় স্থানীয় এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
তিন বছর প্রেমের পর গত ২৯ অক্টোবর জামালপুর ম্যাজিস্ট্রেট আদালতে এফিডেভিটের মাধ্যমে ওই তরুণীকে বিয়ে করেন শ্রাবণ। বিয়ের বিষয়টি জানাজানি হলে মেয়ের পরিবার ইশানের বাড়িতে আসে। কিন্তু তাদের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় বিয়ে মেনে নিতে অস্বীকৃতি জানায় মেয়ের পরিবার। একপর্যায়ে বুধবার (৮ নভেম্বর) ইশানকে ডিভোর্স দেন তার স্ত্রী।
ইশান মাহমুদ বলেন, বিয়ের মাত্র ১০ দিনের মাথায় আমাকে ডিভোর্স দিয়েছে স্ত্রী। ৮ তারিখে ডিভোর্সের কাগজ পেয়েছি। ডিভোর্সের কাগজ পাওয়ার পর কী করবো- এটাই ভেবে পাচ্ছিলাম না। শুক্রবার দুধ দিয়ে গোসল করে শপথ করেছি, আর জীবনে প্রেম ও বিয়ে করবো না।
Related News
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট আয়োজিত পিস পোস্টার কনটেস্ট
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট আয়োজিত পিস পোস্টার কনটেস্ট আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনালRead More
এতিম-সুবিধাবঞ্চিতদের পাশে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট ও চিটাগাং ক্লাসিক
এতিম-সুবিধাবঞ্চিতদের পাশে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট ও চিটাগাং ক্লাসিক আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্সRead More