পেনসিলভেনিয়ায় প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা
নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রে পেনসিলভেনিয়ার আপারডাবীতে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন আরো একজন বাংলাদেশি। তার নাম মোহাম্মদ মাহবুবুর রহমান (৬৫)। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন)। কর্মস্থলে কাজ শেষে ফেরার পথে তিনি হামলার শিকার হন।
নিহত মাহবুবুবর রহমানের বাড়ি বাংলাদেশের নড়াইল জেলায়।
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের আপারডাবী টাওনশীফ শহরের ৬৯তম স্টীট্রের মসজিদ আল মদিনার পার্কিং লটের আজ সন্ধ্যায় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।
মোহাম্মদ মাহবুবুর রহমান পেনসিলভেনিয়ার বৃহওম সংগঠন বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়ার সম্মানিত সদস্য এবং বিটিএসপির একজন প্রাক্তন একজন নির্বাচন কমিশনার।
পুলিশ মনে করছে ডেলাওয়্যার কাউন্টি মসজিদের কাছে কারজ্যাকিংয়ের চেষ্টার পর উনাকে গুলি করে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, আজ সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তাদের ঘটনাস্থলে ডাকা হয়েছিল। পেনসিলভেনিয়ার আপার ডার্বির ৬৯তম স্ট্রিটে।
মাহবুবুর রহমানকে মসজিদ আল মদিনা আপার ডারবি ইসলামিক সেন্টারের কাছে গুলি করা হয়।
তদন্তকারীরা মনে করছেন, গাড়ি জ্যাকিংয়ের চেষ্টা থেকে গুলি চালানো হয়েছে।
অফিসাররা ফিলাডেলফিয়ায় থেকে গাড়িটি উদ্ধার করেছে এবং গাড়িটিকে আপার ডার্বিতে ফিরিয়ে আনার জন্য কাজ করছে। কর্মকর্তারা এখনও এই ঘটনার তদন্ত করছেন।
বিঃদ্রঃ উল্লেখ্য মাহবুবর রহমান জেলের নিরপত্তা কর্মী(Correction Officers) ছিলেন। কর্মস্থল থেকে কাজ শেষ করে এশার নামাজ পড়ার জন্য মসজিদের পার্কিং লটে গাড়ী পার্কিং করার সময় ঘটনা ঘটে।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More