Main Menu

দুনিয়া-আখেরাতে কল্যাণ পাবেন যে স্বভাব না থাকলে

ধর্ম ডেস্ক:
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, এক সাহাবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, তিনি যেন তাকে এমন কিছু শিক্ষা দেন, যা তাকে দুনিয়া ও আখিরাতে উপকার করবে। তিনি তাকে নির্দেশ দিলেন, ‘সে যেন রাগ না করে।’ সেই সাহাবি আরও কয়েকবার উপদেশ চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারই তাকে বললেন, ‘তুমি রাগ করো না।’ (বুখারি)

এই সাহাবি রাগী স্বভাবের ছিরেন বিধায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রাগ না করার নির্দেশ দিয়েছেন। তবে ব্যাপকভাবে সবার জন্য রাগ না করা উচিত। কারণ, রাগ সব অনিষ্ঠের মূল, এজন্য রাগ বর্জন করা উচিত সবারই এবং রাগ মুক্ত থাকার মাঝে কল্যাণ রয়েছে।

হাদিসের শিক্ষা

>> রাগ না করা।
>> ইসলামের সৌন্দর্য হলো মন্দ স্বভাব থেকে মানুষকে নিষেধ করা।

>>আলেম থেকে উপদেশ চাওয়া উত্তম।
>> একাধিক বিষয়ে উপদেশ চাওয়া বৈধ।

 






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *