কাতারে ব্যারিস্টার জাকির আহাম্মদকে ছাত্রলীগের সংবর্ধনা

নিউজ ডেস্ক:
সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট আইনজীবী ও আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার জাকির আহাম্মদকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে ছাত্রলীগ কাতার শাখা।
রবিবার(২ অক্টোবর) রাজধানীর গ্রীন হোম রেস্টুরেন্টে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ কাতার শাখা।
কাতার ছাত্রলীগের সভাপতি মো:সেলিম সরকার জিসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রুবেল ও মোঃ আল আমিন খাঁনের যৌথ সঞ্চালনায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা মো:রাজ রাজিব,কাতারস্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা ঐক্য পরিষদের সভাপতি জসিম উদ্দিন দুলাল,কাতার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জাকির হোসেন বাবু।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাতার আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো: আবুল কাশেম,সহ-সভাপতি মহিউদ্দিন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো:আল আমিন খান,কাতার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো:হারুন অর রশিদ,বিশিষ্ট ব্যবসায়ী মো:আব্দুল কাদের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুল মিয়া,রাসেল আহমেদ, মো:জুয়েল,আলামিন শেখ, মো:সুমন মিয়া,মোঃ শাখওয়াত হোসেন সাগর,মো: নজরুল ইসলাম ,অলি উল্লাহ,মো:ইসমাইলসহ কাতার আওয়ামী লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের অসংখ্য নেতাকর্মী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও উপস্থিত সকলের সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম শুভ জন্মদিন উপলক্ষে সুস্থতা কামনাসহ দেশ এবং জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সংবর্ধিত অতিথি হিসেবে ব্যারিস্টার জাকির আহাম্মদ’র দীর্ঘ আবেগঘন বক্তব্যে এমন বর্নাঢ্য আয়োজনে তাকে সংবর্ধনা প্রদান করায় কাতার প্রবাসী আওয়ামীগ নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শেষে আয়োজকদের পক্ষ থেকে ব্যারিস্টার জাকির আহাম্মদকে ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ শাহ আলম ও অন্যান্য নেতৃবৃন্দ।নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More