বিশ্বনাথে বাসিয়া নদীর অবৈধ দখল উদ্ধারে পৌরসভা
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে অবৈধ দখলমুক্ত করে বাসিয়া নদীর তীর উদ্ধারের জন্য কাজ শুরু করা হয়েছে। পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান প্যানেল মেয়র রফিক হাসান। তিনি জানান অবৈধ স্থাপনা উচ্ছেদ ঠেকাতে যে মামলা রয়েছে এই মামলার খরচও তাদের পৌরসভার পক্ষ থেকে বহন করা হবে।
বুধবার দুপুরে (২০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি এ বিষয়টি উত্তাপন করে সভার সভাপতির কাছে মামলার কাগজপত্র চান। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার বলেন, মামলায় বিবাদী হচ্ছে সরকার পক্ষ। এসব কাগজপত্র উর্ধতম কর্তৃপক্ষের নিকট রয়েছে। তবে তিনি দুটি রিট মামলা নাম্বার দিয়েছেন। সেগুলো হচ্ছে ৫৩৪০/১৭ ও ৯১৩৫/১৭। আর এই মামলা নাম্বার দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র তুলতে পারবেন। এছাড়াও বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিং, বাজার মনিটরিং, যানজট নিরসনে সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও উপজেলার আইন শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাক জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেলওয়ার হোসেন সুমন, ওসি জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা করন রায়, উপজেলা প্রকৌশলী আবু সাইদ, চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেস, কবির হোসেন ধলা মিয়া, ফকির ইমাম উদ্দিন, ফখরুল আহমদ মতসিন, হাফিজ আরব খান, দয়াল উদ্দিন তালুকদার ও ইমাদ উদ্দিন খান।
Related News
গাছবাড়ীতে জিডিএ হসপিটালের কনস্ট্রাকশন কাজের শুভ সূচনা
গাছবাড়ীতে জিডিএ হসপিটালের কনস্ট্রাকশন কাজের শুভ সূচনা দোয়া মাহফিলের মাধ্যমে কানাইঘাট গাছবাড়ীতে জিডিএ হসপিটালের কনস্ট্রাকশনRead More
কানাইঘাট এসোসিয়েশন পর্তুগালের ২০২৪-২৬ সেশনের কমিটি গঠন
কানাইঘাট এসোসিয়েশন পর্তুগালের ২০২৪-২৬ সেশনের কমিটি গঠন পর্তুগালের মাঠিতে কানাইঘাট তথা সিলেটের ইতিহাস ঐতিহ্য,সংস্কৃতি ওRead More