Main Menu

জাগরণ জার্মান বাংলাদেশ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক:
নানা কর্মসূচীর মধ্য দিয়ে জার্মানির বন্দর নগরী হামবুর্গে অনুষ্ঠিত হয়ে গেল জাগরন জার্মান বাংলাদেশ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এদিন সংগঠনের সদস্যদের ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হোন সংগঠনের শীর্ষ নেতা এ্যাপলো এলাহী। এছাড়া সমাজকর্মী স্বরনা আহাম্মেদকে সহ-সভাপতি ও ঈমন রহমানকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।

নির্বাচন বাংলাদেশ সমিতি হামবূর্গের সাবেক সভাপতি শাহ আলম খান ছাড়াও আজহার হোসেন, মহসিন শাহ, খোকন খান, রাজীয়া এ্যাপলো এলাহী, সিমু শাহ, আশিষ কুমার ও ভুট্র আহাম্মেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নবনির্বাচিতরা আসছে দুবছরের জন্য জার্মানিতে বসবাসরত প্রবাসীদের সুখ দুঃখে কাছে থাকার পাশাপাশি যেকোন দূর্যোগ দূর্বিপাকে দেশ ও দেশের মানুষের জন্য এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *