ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

নিউজ ডেস্ক:
জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলা পরিণত হয়েছে মিনি বাংলাদেশে।
সম্প্রতি ফ্রাঙ্কফুর্ট শহরের স্থানীয় একটি অডিটোরিয়ামে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নামে নতুন একটি সংগঠন এই মিলনমেলার আয়োজন করে। এতে বিপুল প্রবাসী বাংলাদেশি সপরিবারে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। জার্মানি প্রবাসী শিল্পী মুনিম একের পর এক গান মাতিয়ে রাখে প্রবাসীদের। মীর জাবেদা ইয়াসমিন ইমির আবৃতি মুগ্ধ করেছে সকলকে। এছাড়াও ছোট শিশু কিশোরদের অংশগ্রহণ অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলে।
অনুষ্ঠানে নারীদের চেয়ার খেলা, ছোটদের বিভিন্ন খেলাধুলা ও সবার জন্য লাটারি খেলার আয়োজন ছিলো। এছাড়া বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের আয়োজকরা।
নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতির বিস্তার ও সবাই মিলেমিশে থাকতে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
ইউরোপের বিভিন্ন দেশ থেকে জার্মানিতে আসা প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত সংগঠন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More