আমিরাতে হৃদরোগে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে হৃদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ ফারুক মনজু (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মঙ্গলবার (২৯ আগস্ট) বাংলাদেশ সময় বিকাল ৫টার দিকে তিনি মারা যান।
জানা গেছে, কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহাম্মদ ফারুক মনজু। পরে তার সহকর্মীরা তাকে আল আইন সিটির জিমি হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফারুক মনজু ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল ওহাব খলিফার বাড়ির মাওলানা ফয়জুল হকের ছেলে। তিনি এখনো অবিবাহিত। পরিবারে ৩ ভাই, ১ বোনের মধ্যে মনজু দ্বিতীয়।
এদিকে মনজুর মৃত্যুতে আমিরাতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More