ভারতের কয়লার গুহায় পাথর চাপা পড়ে বাংলাদেশী শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক:
ভারতের মেঘালয় পাহাড়ের কয়লার গুহায় পাথর চাপা পড়ে বাংলাদেশী আক্তার হোসেন (১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৫ আগষ্ট) দুপুর ১২টায় ভারতের মেঘালয় পাহাড়ের চাংঙ্গেরছড়া এলাকায় কয়লার গুহায় পাথর ছাপা পড়ে নিহত হয়।
নিহত যুবক সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন লাকমা গ্রামের আব্দুন নুরের ছেলে।
স্থানীয় এলাকাবাসী সাথে কথা বলে জানা যায়, উপজেলা লাকমা গ্রামের ২০-২৫ জনের একটি দল এলাকা দিয়ে ভারতের মেঘালয় পাহাড়ে কয়লা আনতে প্রতিদিনের মত যায়। চাংঙ্গেরছড়া গর্তে আক্তার হোসেন কয়লা আনতে গেলে উপর থেকে পাথর তার উপর পরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার সাথে থাকা লোকজন ১টার দিকে বাংলাদেশ সীমান্ত গ্রাম লাকমা গ্রামে নিয়ে আসে। খবর পেয়ে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শফিক লাশ উদ্ধার করে।
মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে স্থানীয় ইউপি সদস্য সাফিল মিয়া।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক মো: মাহবুবুর রহমান পিবিজিএম জানান, ভারতে কয়লা গুহায় পাথর চাপা পড়ে একজন মারা গেছে কেউই আমাকে জানায় নি। তবে এমনি তথ্য শুনেছি। ভারতেই ঘটনা ঘটেছে কি না এর সত্যতা যাচাই-বাছাই করে আপনাদেরকে জানানো হবে।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More