বাংলাদেশিদের বিরুদ্ধে মালয়েশিয়ার ভিসার অপব্যবহারের অভিযোগ
বিদেশবার্তা২৪ ডেস্ক:
মালয়েশিয়ায় প্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের ভিসা পদ্ধতির অপব্যবহারের অভিযোগ উঠেছে। ভিসা অনুমোদনের সাথে সম্পর্কিত ক্ষেত্রে হাওয়ালা সিস্টেম ব্যবহার করে ভিসার অপব্যবহার করে আসছেন বলে দেশটির দুর্নীতি দমন কমিশনের প্রধান আজম বাকি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
সোমবার (৩১ জুলাই) কমিশন প্রধান বলেছেন, ভিসা অনুমোদনের অপব্যবহারে হাওয়ালা সিস্টেম ব্যবহার করে বাংলাদেশিদের ভিসার অপব্যবহার করার প্রমাণ মিলেছে।
তিনি জানান, ‘আমরা সন্দেহ করছি, হাওয়ালা পদ্ধতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন স্থানে পাচার হয়েছে। হাওয়ালা হল একটি জনপ্রিয় এবং অনানুষ্ঠানিক মূল্য স্থানান্তর ব্যবস্থা যার অর্থ দালালদের একটি বিশাল নেটওয়ার্ক। তারা ব্যাংকিং, আর্থিক চ্যানেল এবং রেমিট্যান্স সিস্টেমের বাইরে সমান্তরালভাবে কাজ করে। যা “আন্ডারগ্রাউন্ড” পদ্ধতির মাধ্যমে অর্থ প্রেরণ বোঝায়।
কমিশন প্রধান আরও বলেন, মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের উদ্বৃত্ত ভিসা ব্যবস্থার অপব্যবহারের ফলস্বরূপ, যার জন্য বাংলাদেশের ঢাকায় মালয়েশিয়ান হাইকমিশনে নিযুক্ত অভিবাসন কর্মকর্তাসহ এনফোর্সমেন্ট এজেন্সি অফিসারদের গ্রেপ্তার করা হয়েছে।
ভিএলএন হল একটি নির্দিষ্ট সময়ের জন্য বিদেশী পর্যটকদের মালয়েশিয়ায় প্রবেশে একটি সামাজিক ভিসা এবং আইন অনুযায়ী বাংলাদেশি পর্যটকদের ৩০ দিনের জন্য মালয়েশিয়ায় থাকার অনুমতি দেওয়া হয় এবং তারা ওয়ার্ক পারমিট সিস্টেমে নিবন্ধিত হওয়ার যোগ্য নয়।
এদিকে দেশটির ফ্রি মালয়েশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) এখনও বেশ কয়েকটি লেনদেন ট্র্যাক করছে। যা এজেন্সি সন্দেহ করে যে ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য অর্থ প্রদান করা হয়েছিল।
আজম বাকির মতে, এমএসিসি -এর আরও তদন্তে দেখা গেছে, মালয়েশিযায় বাংলাদেশি কর্মীদের ডাম্পিং ভিএলএন সিস্টেমের মাধ্যমে হয়েছিল যা দেশে কাজ করার জন্য অপব্যবহার করা হয়েছিল এবং বিদেশী কর্মী নিয়োগের সঠিক চ্যানেলের মাধ্যমে নয়।
২০২১ সাল থেকে আনুমানিক ১০০ মিলিয়নেরও বেশি রিঙ্গিত ঘুষ গ্রহণের সন্দেহে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির মধ্যে একজন এনফোর্সমেন্ট অফিসার যিনি বাংলাদেশ হাইকমিশনে কাজ করতেন। তারা বাংলাদেশ এবং মালয়েশিয়ার কর্মসংস্থান সংস্থার সাথে ২০২১ সাল থেকে ইচ্ছাকৃতভাবে সিস্টেমের অপব্যবহার করে, বাংলাদেশি নাগরিকদের মালয়েশিয়ায় কাজ করার অনুমতি দিয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More