Main Menu

সাড়ে ১১ হাজার শিক্ষক নেবে সৌদি, সুযোগ রয়েছে বাংলাদেশেরও

বিদেশবার্তা২৪ ডেস্ক:
বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১১ হাজার ৫৫১ জন স্কুল শিক্ষক নেয়ার পরিকল্পনা করেছে সৌদি আরব। শুক্রবার (২১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সৌদি শিক্ষা মন্ত্রণালয়।

খবর গালফ নিউজের।

পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের বিভিন্ন স্কুলে গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান, ইংরেজি ভাষা, কম্পিউটার শিক্ষা ও ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষক নেয়া হবে। আগ্রহী প্রার্থীরা যে বিষয়ে শিক্ষকতা করতে ইচ্ছুক, তাদের অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ের ওপর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী এবং শিক্ষাদানে দক্ষ হতে হবে।

আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ জুলাই সকাল ৯টা (সৌদি সময়) থেকে ৩০ জুলাই সকাল ১১টা পর্যন্ত যে কোনো সময় সরকারের কর্মসংস্থানবিষয়ক অনলাইন প্ল্যাটফরম জাদারার মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিবেদনে আরও বলা হয়, যোগ্যতাসম্পন্ন নারী ও পুরুষ উভয়ই শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবেন। চাকরি প্রদানের ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা চাই, দেশের তরুণ প্রজন্ম বিশ্বের বিভিন্ন উন্নত দেশের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেয়ার মতো যোগ্যতা অর্জন করুক।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *