হিন্দি ভাষার ব্যবহার বাড়াতে জাতিসংঘকে ১০ লাখ ডলার দিল ভারত

বিদেশবার্তা২৪ ডেস্ক:
জাতিসংঘের দৈনন্দিন নিয়মিত কার্যক্রমে হিন্দি ভাষার ব্যবহার বাড়াতে জাতিসংঘকে ১০ লাখ ডলার দিয়েছে ভারত। সোমবার জাতিসংঘে ভারতের স্থায়ী দূত রুচিরা কাম্বোজ সংস্থার গ্লোবাল কমিউনিকেশন্স বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল মেলিসা ফ্লেমিংয়ের হাতে এই অর্থের চেক তুলে দেন।
জাতিসংঘের ভারতীয় দূতাবাসের কার্যালয় থেকে এক টুইটবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
টুইট বার্তায় বলা হয়েছে, ‘ভাষাগত অন্তর্ভুক্তিতে বিনিয়োগ! জাতিসংঘে ভারতের স্থায়ী দূত রুচিরা কাম্বোজ মেলিসা ফ্লেমিংকে ১০ লাখ ডলার হস্তান্তর করছেন।’
পৃথক আরেক টুইটবার্তায় রুচিরা কাম্বোজ বলেন, ‘জাতিসংঘের নিয়মিত কার্যক্রম, সংবাদ ও মাল্টিমিডিয়া কন্টেন্টে হিন্দি ভাষার ব্যবহার বৃদ্ধি পেলে ভারতের জনগণ ও প্রবাসী ভারতীয়রা খুব খুশি হবেন। সেজন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।’
পরে নিজ কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে রুচিরা বলেন, হিন্দি অ্যাট ইউএন প্রোজেক্ট নামের একটিড প্রকল্পের আওতায় জাতিসংঘকে দেওয়া হয়েছে এই অর্থ। জাতিসংঘের বিভিন্ন পর্যায়ে হিন্দি ভাষার ব্যবহার বাড়ানো এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যু হিন্দি ভাষায় প্রচারের জন্য। জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে ২০১৮ সালে শুরু হয় এই প্রকল্প।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More