ইটালিতে মৌসুমী কর্মী হিসেবে যেভাবে আসবেন
বিদেশবার্তা২৪ ডেস্ক:
ইনফোমাইগ্রেন্টসের অনেক পাঠক জানতে চেয়েছেন ইটালিতে মৌসুমী কর্মী হিসেবে আসার প্রক্রিয়ার কথা৷ আগ্রহীদের জন্য এখানে থাকছে বিস্তারিত তথ্য৷
মৌসুমী কর্মী নেয়ার ক্ষেত্রে ইউরোপের অভিন্ন নীতি নেই৷ তবে প্রতিটি দেশের আছে নিজস্ব নীতিমালা৷ ইউরোপের দেশগুলোতে মূলত কৃষিখাতেই মৌসুমী কর্মীর প্রয়োজন হয় সবচেয়ে বেশি৷
মৌসুমী কর্মীদের জন্য বছরের একটি নির্দিষ্ট সময়ে ভিসা ইস্যু করা হয়৷ আর এই ভিসা নিয়ে যারা আসেন তাদেরকে সাধারণত অন্য কাজ করতে দেয়া হয় না৷ কাজ শুরুর আগে আগে তাদের ইউরোপে প্রবেশ করতে দেয়া হয় এবং কাজ শেষে তাদের ফেরত পাঠিয়ে দেয়া হয়৷
এই সময়টিতে অন্য কাজ করতে দেয়া না হলেও ইউরোপের কিছু দেশ মৌসুমী ভিসায় আসা কর্মীদের পড়াশোনার বা প্রশিক্ষণের সুযোগ দেয়৷
ইটালিতে মৌসুমী কর্মী হিসেবে আসতে চাইলে, যে বিষয়গুলো আপনার জানতে হবে-
এক ঝলকে
ইটালির ভিসা নয় মাস থেকে দুই বছর মেয়াদি হতে পারে৷ তবে এটা নির্ভর করবে চাকরির ধরন, নিয়োগদাতা এবং খাতের ওপর৷ তাই নিয়মগুলো দেখে নিন এবং নিশ্চিত করুন আপনি ভিসায় উল্লেখিত মেয়াদের চেয়ে বেশিদিন আপনি ইটালিতে থাকছেন না৷
আপনি যদি ‘ডিক্রেটো ফ্লুসি’-এর অধীনে ইটালি আসেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যদি আপনার চাকরি থাকে, তবে আপনি ভিসা নবায়ন করতে পারবেন৷
মৌসুমী কাজের ভিসা পেতে, অবশ্যই ২০ দিন থেকে নয় মাস পর্যন্ত কাজের অনুমতি থাকতে হবে৷ কাজের চুক্তি হয়ে গেলে, আপনাকে ভিসায় উল্লেখিত সময় পর্যন্ত থাকার অনুমতি দেয়া হবে৷
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এই ওয়েবসাইট থেকে আপনি ভিসা পাওয়ার যোগ্য কিনা তা যাচাইয়ের সুযোগ আছে৷
মৌসুমী ভিসার ঘোষণা
প্রতিবছর এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করে ইটালি সরকার৷ সাধারণত জানুয়ারি থেকে মার্চের মধ্যে এটি জারি করা হয়৷ সরকারি গেজেটা উফিশিয়ালে এই ঘোষণা দেয়া হয়৷
এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও ঘোষণার লিংকটি দেয়া থাকে৷ ঘোষণাতে উল্লেখ করা হয়, এ বছর কতগুলো মৌসুমী ভিসা বা সিজনাল ওয়ার্কিং ভিসা দিচ্ছে ইটালি৷
প্রতি বছরের মার্চে ‘ডিক্রেটো ফ্লুসি’ প্রকাশ করা হয়৷ সেখানে ঘোষিত চাকরির জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ থাকে৷ এ সংক্রান্ত তথ্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও পাওয়া যাবে৷
কখনও কখনও বসন্তের শেষ দিকে অথবা গ্রীষ্মের শুরুতে আরো কিছু মৌসুমী ভিসা ঘোষণা করা হয়৷ বিশেষ করে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো তাদের কর্মী ঘাটতির কথা সরকারকে বোঝাতে পারলেই এই ঘোষণা আসে৷
জেনে রাখা ভালো, কয়েক বছর ধরে ইটালি বলে আসছে ডিক্রি ঘোষণার কয়েক ঘন্টা বা দিনের মধ্যে তাদের কোটা পূরণ হয়ে গেছে৷
কত সংখ্যক ওয়ার্ক পারমিট জারি করা হয়?
২০২৩ সালে ইউরোপের বাইরের দেশ থেকে কর্মী আনতে ৮২ হাজার ৭৫টি ওয়ার্ক পারমিট ঘোষণা করে ইটালি৷ কর্মী হিসেবে নিযুক্ত আছেন এমন ৩৮ হাজার ৭০৫টি ভিসা ইস্যু করা হবে৷ আত্মকর্মসংস্থানের অধীনে পাঁচশটি ভিসা এবং মৌসুমী কাজের জন্য ৪৪ হাজার ভিসা ঘোষণা করেছে দেশটি৷
বেশিরভাগ মৌসুমী ভিসা নির্দিষ্ট কিছু অঞ্চলের জন্য কৃষি, পর্যটন এবং হোটেল খাতে দেয়া হয়৷
যারা ইটালিতে আসার উদ্দেশে শ্রম ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রশিক্ষণ এবং শিক্ষা কার্যক্রম সম্পন্ন করেছেন তাদের জন্য বিশেষ কোটায় এক হাজারটি ভিসা ইস্যু করা হয়৷
২০২৩ সালের ঘোষণায় চালক, ভবন নির্মাণ, পর্যটন এবং হোটেল, টেলিযোগাযোগ, যন্ত্রপাতি, জাহাজ নির্মাণ এবং খাদ্য উৎদনখাতে মৌসুমী কর্মী ভিসা দেবে ইটালি৷
যেখানে চাকরি খুঁজবেন
চাকরি খোঁজার জন্য বেশ কয়েকটি জব পোর্টাল আছে ইটালিতে৷ ইউরেস থেকে ইটালিতে চাকরি খোঁজার সুযোগ রয়েছে৷ তবে এই সাইটে দক্ষতা এবং যোগ্যতা সম্পন্ন চাকরির খোঁজ বেশি পাওয়া যায়৷
ইনফোজবস থেকেও সারা দেশের বিভিন্ন স্থানে চাকরি খোঁজ পাওয়া যাবে৷
ইনডিড থেকে পেশাভিত্তিক এবং অঞ্চলভিত্তিক চাকরি খোঁজ মিলবে৷
গ্লাসডোর থেকে ইংরেজি ভাষার চাকরি সম্পর্কে জানা যাবে৷
মনস্টার থেকেও বিভিন্ন চাকরি খোঁজ মিলবে, একইসঙ্গে সিভিও আপলোড করার সুযোগ দেয় সাইটটি৷
**এই ওয়েবসাইটগুলোতে তালিকাভুক্ত কোনও চাকরির জন্য ইনফোমাইগ্রেন্টস দায়ী নয়, আপনাকে অবশ্যই বিজ্ঞাপনের শর্তগুলো সাবধানে দেখতে হবে৷ ওয়েবসাইটগুলোর সেবা পেতে কী পরিমাণ অর্থের প্রয়োজন হবে, তা যাচাই করে তবেই সেবা নিন৷
যা যা প্রয়োজন
আলবেনিয়া, আলজেরিয়া, বাংলাদেশ, বসনিয়া হার্ৎসেগোভিনা, মিশর, এল সালভাডর, ইথিওপিয়া, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গুয়েতেমালা, ভারত, আইভরি কোস্ট, জাপান, কসোভো, মালি, মরিশাস, মলডোভা, মন্টেনেগ্রো, মরক্কো, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, পেরু, ফিলিপাইনস, নর্থ মেসিডোনিয়া প্রজাতন্ত্র, সেনেগাল, সার্বিয়া, সাউথ কোরিয়া, শ্রীলঙ্কা, সুদান, টিউনিশিয়া ও ইউক্রেনের নাগরিকেরা এসব চাকরির জন্য আবেদনের যোগ্য৷
আপনাকে অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিক হতে হবে৷
আপনাকে অবশ্যই ইটালিতে একটি চাকরির প্রস্তাব থাকতে হবে৷
আপনার অবশ্যই একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে৷
আপনার রেকর্ডে অপরাধী হিসেবে কোনো তথ্য থাকতে পারবে না৷
আপনাকে অবশ্যই ইটালিয়ান ভাষায় কথা বলতে পারতে হবে৷
ইটালিতে নিজের জীবন ধারনের জন্য প্রয়োজনীয় অর্থ থাকতে হবে৷
ইউরোপীয় ইউনিয়নের ইমিগ্রেশন পোর্টাল অনুযায়ী ভিসার জন্য ১১৬ ইউরোর মতো অর্থ খরচ হয়৷ তিন থেকে ১২ মাসের রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতির কার্ড নিতে খরচ হবে আরো ৪০ ইউরো৷ আর মেয়াদ যদি এক বছর থেকে দুই বছরের মধ্যে হয়, তাহলে দিতে হবে ৫০ ইউরো৷ দীর্ঘমেয়াদি রেসিডেন্স কার্ডের জন্য প্রয়োজন হবে একশ ইউরো৷ এটি অবশ্য দক্ষ কর্মীদের জন্য প্রযোজ্য৷ এ ছাড়াও আবেদন প্রক্রিয়া ও পোস্টাল কিটের জন্য প্রশাসনিক খরচ ৩০ ইউরো, অফিশিয়াল স্ট্যাম্পের জন্য ১৬ ইউরো এবং বীমার জন্য ৩০.৪৬ ইউরো খরচ করতে হবে৷
নোট: মৌসুমী কর্মী ভিসা দিয়ে আপনি পরিবারের কোনও সদস্যকে আনতে পারবেন না৷ এমনকি এই সুযোগ কাজে লাগিয়ে দীর্ঘ মেয়াদে বসবাসের অনুমতিও চাইতে পারবেন না৷
যেভাবে আবেদন করতে হবে
চাকরির প্রস্তাব পেলেই আপনি অনলাইনে আবেদন করতে পারবেন৷ অথবা আপনার দেশে থাকা ইটালিয়ান দূতাবাস বা কনস্যুলেট থেকেও ভিসার আবেদন করা যাবে৷
ইমিগ্রেশন কাউন্টার দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন৷
এখানে আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে৷ নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সব কাগজপত্র আপলোড করতে হবে৷
ইটালিতে অনেক বিষয়ে অফিশিয়াল আবেদনের জন্য আপনার একটি পিইসি থাকতে হবে৷ এর অর্থ হলো একটি নিরাপদ ও আইনি ভিত্তিযুক্ত ইমেইল অ্যাড্রেস৷ ইটালিতে থাকুক বা না থাকুক, সব ইটালীয় নাগরিকেরা এটির জন্য অনুরোধ জানাতে পারেন৷ এছাড়াও, ইউরোপীয় এবং ইউরোপের বাইরের প্রাপ্তবয়স্করা তাদের অনুরোধ জানাতে পারেন, কিন্তু বেশিরভাগ সময় ইটালিতে একটি আবাসিক ঠিকানার কথা জানতে চাওয়া হয়৷ অনেক ক্ষেত্রে অর্থের বিনিময়ে পিইসি নেয়া যায়৷ এটি একটি সাধারণ ই-মেইল ঠিকানা নয় এবং এটি ছাড়া অনেক কিছুর জন্য আপনাকে জটিলতা পোহাতে হতে পারে৷ যেখান থেকে পিইসি পাবেন: https://www.agid.gov.it/index.php/it/piattaforme/posta-elettronica-certificata/elenco-gestori-pec৷ **পিইসি চেয়ে অনুরোধ করতে আপনার একটি বৈধ পরিচয়পত্র লাগবে৷ ইটালীয় পোস্ট অফিস এক বছরের জন্য পাঁচ ইউরোর বিনিময়ে সাবস্ক্রিপশন দেয়৷ কোনো কোনো প্রতিষ্ঠান বিনামূল্যে ট্রায়ালের সুযোগ দেয়৷
এ বছরের ২৭ মার্চ থেকে ইটালি সরকার জানিয়েছে, আবেদন প্রক্রিয়াকে সহজ করার চেষ্টা করছে তারা৷ ভিসা বা ওয়ার্ক পারমিটের আবেদনের জন্য আপনার এসপিআইডি বা পাবলিক ডিজিটাল আইডেন্টিফাই সিস্টেমের প্রয়োজন হবে৷ আপনি যদি এসপিআইডি কার্যকর করতে চান, আপনার বয়স ১৮ এর বেশি হতে হবে এবং একটি বৈধ ইটালীয় পরিচয়পত্র লাগবে৷ এছাড়াও, একটি ইমেইল অ্যাড্রেস ও মোবাইল নম্বর প্রয়োজন হবে৷ ডিজিটাল আইডেন্টিটির জন্য এজিড অনুমোদিত প্রতিষ্ঠান থেকে আপনাকে এটি করাতে হবে৷ এখানে থাকছে সেই তালিকা৷
আপনি যদি এরমধ্যে ইটালিতে থাকেন, তাহলে অনলাইনে আপনার পরিচয় নিশ্চিত করা যাবে৷ পরিচয় নিশ্চিত করতে আপনাকে এমন প্রতিষ্ঠান থেকে সেবাটি নিতে হবে, যারা বিশ্ব কিংবা ইউরোপীয় ইউনিয়নের লোগো সম্বলিত হয়৷ তাহলে ওয়েবক্যামের সাহায্যে এটি সম্ভব৷৷ মনে রাখবেন, কিছু কিছু প্রতিষ্ঠান এসব সেবার জন্য অর্থ চাইতে পারে৷
নই স্ট্রানিয়েরি (আস ফরেইনার্স) ওয়েবসাইট থেকেও পিইসি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য এবং অন্য চাকরির সুযোগ সম্পর্কে নানা তথ্য পাবেন৷ তাদের সঙ্গে সোশ্যাল মিডিয়া, ফোন বা ইমেইলেও যোগাযোগ করা যাবে৷
ইমেইল: info@noistranieri.com
যোগাযোগের নম্বর: +39 3200412540, +39 0622152364
অফিসের ঠিকানা: Via delle Albizzie 27, 00172 Roma
সোম থেকে শুক্রবার সকাল ১০টা থেকে ১টা এবং ৩টা থেকে ৫টা পর্যন্ত যোগাযোগ করা যাবে৷
পারমিট বদল
কর্মসংস্থান মন্ত্রনালয় বলছে, আপনার যদি চাকরির প্রস্তাব থাকে এবং অন্যান্য সব যোগ্যতা পূরণ করতে পারেন, তবে বসবাসের অনুমতিকে ওয়ার্ক পারমিটে রূপান্তর করা যাবে৷ আপনার নিয়োগকর্তার সই করা কাজের চুক্তিপত্র নিয়ে স্পোর্টেলো ইউনিকো-এর মাধ্যমে এই আবেদনটি করতে পারেবন৷ www.lavoro.gov.it এবং www.interno.gov.it ওয়েবসাইটে আবেদনের ফর্মগুলো পাবেন৷
আপনি যদি তিন মাস নিয়মিত মৌসুমী কাজ করেন এবং অন্যান্য সব যোগ্যতা পূরণ করেন, তবে আপনি মৌসুমী ওয়ার্ক পারমিটকে সাধারণ ওয়ার্ক পারমিটে রূপান্তর করতে পারেন৷ (এজন্য আপনার নতুন প্রস্তাবিত কাজের চুক্তির প্রয়োজন হবে, মৌসুমী কাজের সময়কালে ইটালিতে প্রয়োজনীয় সব কর ও ফি পরিশোধ করতে হবে৷) আপনি যদি কৃষিখাতে মৌসুমী কাজে কাজ করে থাকেন, যেখানে দিনের পাওনা দিনে দিয়ে দেয়, তাহলে আপনাকে দেখাতে হবে যে অন্তত তিন মাস ধরে প্রতি মাসে কমপক্ষে ১৩ দিনের অর্থ থেকে প্রয়োজনীয় ট্যাক্স দিয়েছেন৷
২০২১ সাল থেকে বেশ কয়েকটি খাদ্য ও কৃষি সংস্থা এবং ফেডারেশনকে সরকারের জারি করা কোটা এবং মৌসুমী কৃষি কাজের জন্য আবেদনগুলোর প্রায় অর্ধেক পরিচালনার অনুমতি দিয়েছে ইটালির কর্মসংস্থান মন্ত্রণালয়৷ এগুলোর মধ্যে রয়েছে: Cia, Coldiretti, Confagricoltura, Copagri, Alleanza delle cooperative৷
কৃষিখাতে অভিবাসী শ্রমিকদের শোষণের অভিযোগে ইটালীয় পুলিশের একটি অভিযান৷ ছবি: আনসা
কৃষিখাতে অভিবাসী শ্রমিকদের শোষণের অভিযোগে ইটালীয় পুলিশের একটি অভিযান৷ ছবি: আনসা
ইউনিয়ন এবং সেবা
দ্য সিজিআইএল: ইটালির সবচেয়ে বড় এই ইউনিয়নের প্রতিনিধিদের স্থানীয় শাখাগুলো আপনাকে আপনার অধিকার সম্পর্কে জানাতে সাহায্য করতে পারে৷ কখনও কখনও ফর্ম এবং চাকরির জন্য কিভাবে আবেদন করতে হয় সে বিষয়ে পরামর্শ দেবে, যাতে আপনি ইটালিতে কাজের সময় সুরক্ষিত থাকেন৷ সিআইএসএল বা ইউআইএল নামের ইউনিয়নগুলোও এর অন্তর্ভুক্ত৷
২০২৩ সালের একটি নিবন্ধে সিজিআইএল জানিয়েছে, ডিক্রেটো ফ্লুসির মাধ্যমে ইটালিতে মৌসুমী কর্মীর চাহিদার প্রায় এক তৃতীয়াংশ পূরণ করা হয়েছে৷ অভিবাসী কর্মীদের কাজের খোঁজে ইটালিতে আসতে এবং অনথিভুক্ত অভিবাসীদের কাজের সুযোগ দিতে আহ্বান জানিয়েছে ইউনিয়নগুলো৷
সিজিআইএল-এর অধীনে এফআইএলসিএএমএস ইউনিয়নটি মৌসুমী কর্মী ভিসায় এসে যারা পর্যটন খাতে কাজ করে তাদের প্রতিনিধিত্ব করে৷
সিজিআইএল অভিবাসী কর্মীদের জন্য স্পোর্টেলো ইমিগ্রাতি নামে একটি বিশেষ কাউন্টার রেখেছে৷ ইটালিতে এটির বিভিন্ন শাখায় এই কাউন্টারটি আছে৷ তারা বিনামূল্যে সাহায্য এবং পরামর্শ দিয়ে থাকে৷
আনপাল বা ন্যাশনাল এজেন্সি ফর অ্যাক্টিভ ওয়ার্ক পলিসি: ইটালির কর্মনীতি সমন্বয়ের কাজগুলো করে এই প্রতিষ্ঠানটি৷ এছাড়াও যারা কাজ খুঁজছেন তাদের সহায়তাও করেন৷ এটি সরকারি ও বেসরকারি খাতে কর্মরত চাকরিজীবী ও এবং নিয়োগকর্তাদেরও সহযোগিতা দিয়ে থাকে৷
আইএনএল বা ন্যাশনাল ইন্সপেক্টরেট ফর ওয়ার্ক: এটি নিয়োগকর্তা এবং কোম্পানিগুলোর ইটালীয় এবং ইউরোপীয় আইন মেনে চলার বিষয়টি তদারকি ও নিশ্চিত করে৷
আইএনএআইএল বা কর্মক্ষেত্রে দুর্ঘটনার বিরুদ্ধে জাতীয় বীমা ইনস্টিটিউট: কর্মক্ষেত্রে দুর্ঘটনার ক্ষেত্রে নিরাপত্তা প্রশিক্ষণ, বীমা এবং সহায়তা দিয়ে থাকে৷
আইএনপিএস (ন্যাশনাল ইনস্টিটিউট ফর সোশ্যাল ওয়েলফেয়ার): এটি ইটালির সামাজিক কল্যাণ ব্যবস্থা৷ পেনশন এবং কল্যাণ সেবা পেতে এখানে আপনাকে অর্থ দিতে হবে৷ যখন আপনি বেকার থাকবেন, তখন এটি আপনাকে সহযোগিতা দেবে৷
জেনে নিন আপনার অধিকার
ইউরোপীয় শ্রম কর্তৃপক্ষ ইউরোপের সব দেশে ‘‘সব মৌসুমের অধিকার’’ শিরোনামে একটি প্রচারাভিযান চালায়৷ এর মধ্য দিয়ে মৌসুমী শ্রমিকেরা নিজেদের অধিকার সম্পর্কে জানতে পারেন৷
ইউরোপীয় ইউনিয়নের সব দেশের কর্মীদের এটি মনে করিয়ে দেয়, আপনার জন্য নিরাপদ এবং স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে৷
কাজের সময় আপনি ঝুঁকির মুখে পড়তে পারেন, যেমন যন্ত্রপাতি বা প্রাণীর সঙ্গে কাজ করা, গরম বা ঠান্ডা তাপমাত্রায় কাজ করা, বিপজ্জনক তরল পদার্থ ত্বকের সংস্পর্শে আসা কিংবা ধুলো এবং ধোঁয়ায় শ্বাস নিতে কষ্ট হওয়া৷ এসব ক্ষেত্রে আপনার নিয়োগকর্তাকে অবশ্যই কাজের প্রকৃতি এবং ঝুঁকি সম্পর্কে আপনাকে অবহিত করতে হবে৷ কাজ শুরুর আগে, আপনি যে ভাষায় জানেন সেই ভাষায় আপনাকে স্পষ্ট নির্দেশনা এবং প্রশিক্ষণ দিতে হবে৷
কাজ করতে গিয়ে গুরুতর আঘাত এবং স্বাস্থ্য সমস্যা, এমনকি ক্যান্সারের মতো মারাত্মক অসুস্থতাও হতে পারে৷ কিন্তু নিয়োগকর্তার দায়িত্ব হল এসব ঝুঁকি যাতে তৈরি না হয়, তা নিশ্চিত করা৷
যদি আপনার নিয়োগকর্তা আপনার প্রশ্ন বা অভিযোগ উপেক্ষা করেন বা আপনাকে হুমকি দেন বা আপনার স্বাস্থ্যের জন্য অনিরাপদ বা ক্ষতিকর কিছু করতে বাধ্য করেন তাহলে সাহায্যের জন্য জাতীয় কর্তৃপক্ষ, পুলিশ বা স্থানীয় ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করা উচিত৷
২০২১ সালে ইটালি সরকার একটি ওয়েবসাইট খুলে জানিয়ে দিয়েছে, অভিবাসী কর্মী হিসেবে আপনার কোন কোন অধিকার সুরক্ষিত থাকবে৷
ইটালির সিসিলর অর্থনীতি অনেকটাই কৃষিনির্ভর৷ ছবি: সিসিলিয়ান অঞ্চলের দ্রিত্তি নেগলি ওচির অভিবাসী কর্মীদের অধিকার সংক্রান্ত প্রচারের স্ক্রিনশট
ইটালির সিসিলর অর্থনীতি অনেকটাই কৃষিনির্ভর৷ ছবি: সিসিলিয়ান অঞ্চলের দ্রিত্তি নেগলি ওচির অভিবাসী কর্মীদের অধিকার সংক্রান্ত প্রচারের স্ক্রিনশট
এতে তারা স্পষ্ট করে বলেছে, অভিবাসী কর্মীরাও ইটালীয় কর্মীদের মতো সমান অধিকার পাবেন৷ নারী ও পুরুষের সমতা রয়েছে এবং কর্মক্ষেত্রে সব কর্মীরা নিরাপত্তা এবং স্বাস্থ্যকর পরিবেশ পাওয়ার অধিকার রয়েছে৷ কোন বৈষম্য করা যাবে না, কর্মঘণ্টার সঙ্গে আপনার ন্যায্য এবং উপযুক্ত বেতন পাওয়া উচিত৷ কর্মী হিসেবে আপনার ইউনিয়ন সদস্য হওয়ার সুযোগ রয়েছে৷
নিয়োগের পর, আপনার রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় সম্পর্কে জিজ্ঞাসার অনুমতি আপনার নিয়োগকর্তার নেই৷ কর্মরত কোনো নারী সন্তানসম্ভবা কিনা, কোনো কর্মী এইচআইভি+ কিনা, বিবাহিত কিনা বা সন্তান নিতে ইচ্ছুক কিনা—এসব প্রশ্ন করারও অধিকার তাদের নেই৷
ইটালিতে সাধারণত সপ্তাহে ৪০ কর্মঘণ্টা কাজের অনুমতি থাকে৷ তবে আপনি চাইলে ওভারটাইম করতে পারবেন৷
একজন কর্মীকে প্রতি ২৪ ঘণ্টায় ১১ ঘণ্টা বিশ্রামের সুযোগ দিতে হবে৷ প্রতি সাত দিনে অন্তত একটি দিন ছুটি দিতে হবে৷
আপনি যদি পূর্ণকালীন কাজ করেন, তবে প্রতি বছরে কমপক্ষে চার সপ্তাহ বেতনসহ ছুটি পাওয়ার অধিকার রয়েছে৷
যখন আপনাকে জাতীয় মানদণ্ডের চেয়ে কম বেতন দেয়া হচ্ছে, বা কর্মঘণ্টার চেয়ে কম মজুরি দেয়া হচ্ছে, তখন বুঝবেন আপনি শোষণের শিকার হচ্ছেন৷ বারবার ওভারটাইম করতে বলা হলে এবং সাপ্তাহিক ছুটি, মজুরিসহ ছুটি, অসুস্থতাজনিত ছুটি দেয়া না হলেও বুঝবেন আপনাকে শোষণ করা হচ্ছে৷
যদি নিয়োগকর্তা কর্মস্থলে বারবার আপনার নিরাপত্তা বা স্বাস্থ্যকে বিপদে ফেলেন তাহলেও আপনাকে শোষণ করা হচ্ছে৷
আপনার নিয়োগকর্তা কর্মক্ষেত্রে আপনাকে নজরদারিতে রাখার জন্য যদি ‘অপমানজনক কোনো পদ্ধতি’ ব্যবহার করেন, সেটিও শোষণ হিসেবে বিবেচিত হতে পারে৷
যেখানে ফোন দিতে পারেন
আপনি যদি নিজেকে শোষিত মনে করেন ইটালি নিউমেরো ভের্দে নাজিওনালে আন্তিত্রাত্তাকে বিনা খরচে ৮০০২৯০২৯০ এই নম্বরে ফোন দিতে পারেন৷ এটি সবসময় খোলা থাকে৷ যারা সেখানে কাজ করেন, তাদের ইংরেজি, স্প্যানিশ, আলবেনিয়ান, রোমানিয়ান, রাশিয়ান, মল্ডোভান, ইউক্রেনিয়ান, নাইজেরিয়া অঞ্চলের কিছু ভাষা (নির্দিষ্ট করনা হয়নি), চায়নিজ, পোলিশ, পর্তুগিজ এবং আরবি ভাষায় দক্ষতা রয়েছে৷ আরো তথ্যের জন্য ঘুরে আসতে পারেন https://osservatoriointerventitratta.it এই ওয়েব সাইট থেকে৷
সেখানে আরো একটি হেল্পডেস্ক রয়েছে৷ সোম থেকে শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এটি খোলা থাকে৷ সেখানে ইংরেজি, ফরাসি, আরবি, পিডগিন, বেনিনের এডো, ওলোফ, মান্দিনগো, ফুলা, পুলার এবং অনুরোধের ভিত্তিতে আরো কিছু ভাষায় সেবা নেয়ার সুযোগ রয়েছে৷ আপনি যদি শোষণের শিকার হন, তাহলে এখান থেকে আপনি সরাসরি সেবা নিতে পারবেন৷
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More