Main Menu

ইতালিতে চালু হচ্ছে ই-পাসপোর্ট সেবা

বিদেশবার্তা২৪ ডেস্ক:
প্রবাসী বাংলাদেশিদের স্বার্থে ইতালিতে ই-পাসপোর্ট সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোমস্থ দূতাবাস ও মিলানস্থ কনস্যুলেটে আগামী সেপ্টেম্বর থেকে ই-পাসপোর্ট সেবা চালু হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রোমস্থ বাংলাদেশ দূতাবাস।

এর ফলে ইতালি, সার্বিয়া ও মন্টেনেগ্রো প্রবাসী বাংলাদেশিরা ই-পাসপোর্ট এ সেবার আওতাভু্ক্ত হবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন প্রবাসীবান্ধব সরকার প্রবাসী বাংলাদেশিদের দোড়গোড়ায় সকল নাগরিক সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে অঙ্গীকারবদ্ধ।

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে ‘সবার জন্য ই-পাসপোর্ট’ একটি গুরুত্বপূর্ণ ধাপ। ইতালিতে এই বহুল প্রত্যাশিত সেবা চালুর বিষয়ে রোমস্থ দূতাবাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রক্ষা করে আসছে। এরই ফলশ্রুতিতে আগামী সেপ্টেম্বরে ইতালিতে ই-পাসপোর্ট সেবা চালু হবে বলে আশা করা যাচ্ছে।

দূতাবাসে ই-পাসপোর্ট সেবা চালুর সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ হওয়া মাত্রই তা দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *