মালয়েশিয়ায় বাংলাদেশিকে ছুরিকাঘাত, ভারতীয় নাগরিক গ্রেপ্তার
বিদেশবার্তা২৪ ডেস্ক:
মালয়েশিয়ায় সেলাঙ্গর রাজ্যে একটি মুদি দোকানে ডাকাতির চেষ্টা ও এক প্রবাসী বাংলাদেশিকে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় এক ভারতীয় যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রাজ্যের শাহ আলম জেলার কোতা কেমুনিংয়ের পার্সিয়ারান আঙ্গেরিক এরিয়ায় অভিযান চালিয়ে হারি নামে ওই যুবককে গ্রেপ্তার করে দেশটির পুলিশ।
মালয়েশিয়া পুলিশ জানিয়েছে, গত ৪ জুন সকাল ৯টার দিকে কোতা কেমুনিংয়ের পার্সিয়ারান আঙ্গেরিক এরিয়ার ৩১ নম্বর সেকশনের একটি দোকানে ডাকাতির ঘটনাটি ঘটে। মাতাল অবস্থায় দোকানে প্রবেশ করে হারি নামের ভারতীয় ওই যুবক। দোকান থেকে ঠান্ডা পানীয় নিয়ে টাকা না দিয়েই চলে যাওয়ার চেষ্টা করে সে।
দোকানে প্রয়োজনীয় জিনিস কেনার জন্য অপেক্ষায় থাকা এক প্রবাসী বাংলাদেশি তাকে বাঁধা দেয়ার চেষ্টা করেন। এ সময় ওই বাংলাদেশিকে ছুরি দিয়ে আঘাত করে ঠান্ডা পানীয় নিয়ে দ্রুত পালিয়ে যায় হারি।
পরে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে গত সোমবার (১২ জুন) অভিযান চালায় পুলিশ। এ সময় হারিসহ দু’জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে যথাক্রমে দুটি ও ছয়টি অপরাধের রেকর্ড রয়েছে। তাদের আগামী ১৬ জুন পর্যন্ত চারদিনের জন্য রিমান্ডে নেয়া হয়েছে।
এদিকে ঘটনার সাথে জড়িত আরও একজন সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। মালয়েশিয়ার আইন অনুযায়ী, এ ঘটনায় অভিযুক্ত হলে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা বেত্রাঘাত করা হতে পারে।
পুলিশ জানায়, আহত বাংলাদেশি ওই দোকানের নিয়মিত একজন গ্রাহক ছিলেন। তবে তার নাম ও পরিচয় জানায়নি পুলিশ।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More