পায়ে হেঁটে হজযাত্রা, ৩৭০ দিন পর সৌদিতে ভারতীয় যুবক
ধর্ম ডেস্ক:
ভারতের কেরালা রাজ্যের যুবক শিহাব চত্তর অবশেষে ৩৭০ দিন পায়ে হেঁটে সৌদি আরবে পৌঁছাতে সক্ষম হয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, শিহাব চত্তর গত বছরের ২ জুন পায়ে হেঁটে হজ করার দৃঢ় সংকল্প নিয়ে যাত্রা শুরু করেন। সফর শেষে সৌদি আরবে পৌঁছাতে তার ৩৭০ দিন সময় লেগেছে।
ভারত থেকে সৌদি আরবের দূরত্ব প্রায় ৮ হাজার ৬৪০ কিলোমিটার। দীর্ঘ পদযাত্রায় শিহাব পাকিস্তান, ইরান, ইরাক, জর্দান ও কুয়েত হয়ে সৌদি আরবে প্রবেশ করেন।
শিহাব সৌদি আরবের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেও হেঁটে হেঁটে সফর করেছেন। সৌদি আরবে পৌঁছে তিনি প্রথমে মদিনায় গিয়ে নবীজির রওজা জিয়ারত করেছেন। মক্কায় যাওয়ার আগে সেখানে ২১ দিন অবস্থান করেন। মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে ৪৪০ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটেছেন তিনি।
বর্তমানে শিহাব মক্কায় অবস্থান করছেন। এবছর তিনি তার মা জায়নাবকে সঙ্গে নিয়ে হজ পালন করবেন।
কেরালার যুবক শিহাবের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। এখানে তিনি ভারত থেকে সৌদি আরব যাওয়ার পথে সবধরনের আপডেট জানিয়েছেন তার ভিউয়ার্সদের।
গত বছরের জুনে হজ যাত্রা শুরু করার পর, শিহাব ভারতের কেরালা, কর্নাটক, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, হারিয়ানা হয়ে পাঞ্জাবের ওয়াগাহ বর্ডার পার হয়ে পাকিস্তানে প্রবেশ করতে চেয়েছিলেন। তবে এসময় ভিসা না থাকায় পাকিস্তানের অভিবাসন কর্তৃপক্ষ তাকে বাধা দেয়।
তখন ট্রানজিট ভিসা পেতে তাকে ওয়াগাহর একটি স্কুলে কয়েক মাস অপেক্ষা করতে হয়েছিল। অবশেষে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে শিহাব একটি ট্রানজিট ভিসা পান। সংক্ষিপ্ত বিরতির পরে পাকিস্তান, ইরান, ইরাক, জর্দান ও কুয়েত হয়ে সৌদি আরবে পৌঁছান তিনি। সূত্র : ইন্ডিয়া টুডে, এআরওয়াই নিউজ
Related News
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক?
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক? আড্ডার সময়ে বন্ধুরা একে অপরের সঙ্গে বিভিন্ন ধরনেরRead More
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী যৌবনকালের ইবাদত একটি লাভজনক ইনভেস্টমেন্ট বলে মন্তব্য করেছেনRead More