ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ সাতশ’র অধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
নিউজ ডেস্ক:
ভূমধ্যসাগরের বিভিন্ন অঞ্চল থেকে গত কয়েকদিনে দিনের অভিযানে বাংলাদেশিসহ সাতশ জনের অধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে৷ বেসরকারি সংস্থা ডক্টর্স উইদাউট বর্ডার্স পরিচালিত জাহাজ ‘গেও বারেন্টস’ এবং ইতালির ‘মারে ইয়োনিও’ তাদের উদ্ধার করে৷
এসব অভিবাসী লিবিয়ার উপকূল থেকে সাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করছিলেন।
উদ্ধারের পর এক টুইট বার্তায় ডক্টর্স উইদাউট বর্ডার্স জানায়, বৃহস্পতিবার রাতে ভূমধ্যসাগরে উদ্ধারকাজে নিয়োজিত তাদের জাহাজ গেও বারেন্টস একটি ছোট নৌকা থেকে ৬৭ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে৷ উদ্ধারকৃতদের অনেকেই বাংলাদেশের নাগরিক৷ তবে ঠিক কতজন বাংলাদেশি তা জানায়নি।
শুক্রবার আরেক অভিযানে সংস্থাটি ১২ জন শিশুসহ ৭৬ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে৷
ভূমধ্যসাগরের বিভিন্ন এলাকায় ছোট ছোট নৌকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা প্রচণ্ড ঠাণ্ডায় সারারাত সমুদ্রে ভাসছিলেন৷ বৃহস্পতিবার পরিচালিত আলাদা আলাদা অভিযানে প্রায় তিনশজন অভিবাসনপ্রত্যাশীকে থেকে উদ্ধার করা হয়৷ উদ্ধারকৃতদের মধ্যে দুজন শিশুও আছে। নৌকায় থাকা অনেকেই হাইপোথার্মিয়ায় ভুগছিলেন।
এক টুইট বার্তায় সংস্থাটি জানায়, তাদের জাহাজটিতে এই মুহুর্তে ৪৩৯ জন অভিবাসনপ্রত্যাশী রয়েছেন৷
এদিকে মেডিটারিয়ান সেভিং হিউম্যানস নামে ইতালির বেসরকারি সংস্থার পরিচালিত জাহাজ মারে ইয়োনিও গত কয়েকদিনে দুইশ আট জন অভিবাসনপ্রত্যাশীকে ভূমধ্যসাগরের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করেছে৷
সংস্থাটি জানায়, শুক্রবার সকালে সাগরে পরিচালিত এক অভিযানে নৌকায় বিপদাপন্ন অবস্থায় ভাসতে থাকা মোট একশ সাত জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ১৪ জন নারী রয়েছেন৷
তার আগে মঙ্গলবার রাতে ভূমধ্যসাগরের বিভিন্ন এলাকায় প্রায় চার ঘণ্টার একটি উদ্ধার অভিযান পরিচালনা করে৷ অভিযানে তারা একশজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে৷ উদ্ধারকৃত এ অভিবাসনপ্রত্যাশীরা কাঠের নৌকায় করে সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন৷ অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি প্রায় ডুবে যাচ্ছিল৷
এরও আগে গত মঙ্গলবার রাতে ভূমধ্যসাগরের বিভিন্ন এলাকায় প্রায় চার ঘণ্টার একটি উদ্ধার অভিযান চালিয়ে মোট একশজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়।
গুলি করেছে লিবিয়ার কোস্টগার্ড!
এদিকে এমভি লুইজ নামে একটি বেসরকারি জাহাজ বুধবার রাতে ভূমধ্যসাগর থেকে একটি খালি নৌকা উদ্ধার করে৷ নৌকাটিতে কোনো যাত্রী ছিল কি না বা যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি জাহাজটি৷
তবে তারা জানায়, বিপদ সংকেত পেয়ে তারা উদ্ধার অভিযানে গেলে দেখতে পায় যে, ‘‘লিবিয়ার উপকূলরক্ষীরা একজন ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ছে৷’’
এমসয় লোকটি পানিতে ঝাঁপিয়ে পড়ে৷ তার গায়ে গুলি লেগেছে কি না, তা নিশ্চিত করতে পারেনি উদ্ধার কাজে এগিয়ে যাওয়া জাহাজটির কর্তৃপক্ষ৷
ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারকাজে বেশ কয়েকটি বেসরকারি সংস্থার জাহাজ নিয়োজিত রযেছে৷ তবে এ জাহাজগুলো প্রায়ই গ্রিস, ইতালি ও লিবিয়া কর্তৃপক্ষের বাধাপ্রাপ্ত হয় বলে অভিযোগ আছে৷ গত সপ্তাহে ওশান ভাইকিং নামে একটি জাহাজ আটক করে ইতালি৷
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More