Main Menu

মালয়েশিয়ায় মেশিনে আটকা পড়ে বাংলাদেশি কর্মীর মৃত্যু

বিদেশবার্তা২৪ ডেস্ক:
মালয়েশিয়ার জালান কেমুনিংয়ে একটি কারখানায় কাজের সময় মেশিনে আটকে পড়ে সুরুজ আলী (২১) নামে এক বাংলাদেশি শ্রমিক মারা গেছেন।

শনিবার (৬ মে) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর দ্যা স্ট্রেইট টাইমস।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট অপারেশন সেন্টারের প্রধান জুলফিকার জাফর বলেন, আজ সকাল ৭টা ৬ মিনিটে আমাদের কাছে একটি দুর্ঘটনার খবর আসে। এরপরই ঘটনাস্থালে ১০ জন দমকলকর্মী এবং কর্মকর্তাদের একটি দল পাঠানো হয়।

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস জানায়, কাজের সময় ফাইবার টানানোর মেশিনে আটকে পড়েছিল ওই শ্রমিক। জখম গুরুতর হওয়ায় ঘটনাস্থালে তার মৃত্যু হয়। নিহত বাংলাদেশিকে ওই মেশিন থেকে বের করতে প্রায় ১০ মিনিটের মতো সময় লাগে।

এক বিবৃতিতে মালয়েশিয়া প্রশাসন জানিয়েছে, বাংলাদেশি ওই শ্রমিক গুরুতর আহত হয়েছিলেন। তার মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি মেডিকেল টিম। পরবর্তীতে ওই ব্যক্তির লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *