Main Menu

জুড়ীতে শিক্ষা অফিসের জনবল সংকট, কার্যক্রম ব্যাহত

নিউজ ডেস্ক:
দীর্ঘদিন থেকে কর্মকর্তা-কর্মচারী বিহীন চলছে জুড়ী উপজেলা শিক্ষা অফিস। এতে করে ব্যাহত হচ্ছে উপজেলার ৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়ার তদারকি কার্যক্রম।

জানা যায়, কর্মকর্তা, কর্মচারী সহ মোট ৮ টি পদের বিপরীতে দায়িত্বে রয়েছেন মাত্র একজন।কর্মকর্তা না থাকার কারণে একজন সহকারী কর্মকর্তা দিয়ে চলছে অফিসের কার্যক্রম, পাশাপাশি জনবল না থাকায় একজন স্কুলের প্রধান শিক্ষক ও বিভিন্ন স্কুলের প্রহরী (পিয়ন)দিয়ে চলছে অফিসের অন্যান্য কার্যক্রম।

উপজেলার শিক্ষা অফিসে একজন কর্মকর্তা তিনজন সহকারী কর্মকর্তা ও ৪ জন কর্মচারী থাকার কথা থাকলেও ২০২১ সালের ৩০ ডিসেম্বর তৎকালীন কর্মকর্তা মন্তোষ কুমার দেবনাথ বদলি হলে শূন্য হয় কর্মকর্তার দপ্তর।

২০২১ সালের ৩১ ডিসেম্বর থেকে সহকারী কর্মকর্তা মো মহিউদ্দিন ভূঁইয়াকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে চলছে অফিসের কার্যক্রম। এই ভারপ্রাপ্ত কর্মকর্তাকেই একাই সামলাতে হচ্ছে অফিসের কার্যক্রম। সহকারী কর্মকর্তার ৩ টি পদ থাকলে ও রয়েছেন মাত্র একজন। তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা,সহকারী কর্মকর্তার তিন পদ সহ মোট ৪ পদের দায়িত্ব একাই সামাল দিচ্ছেন।

দীর্ঘদিন থেকে শূন্য রয়েছে হিসাব সহকারী, উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়কের পদ। উপজেলার আশেপাশের কয়েকটি বিদ্যালয়ের পিয়ন (প্রহরী) সপ্তাহব্যাপী এসে দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা অফিসে। একজন হিসাব সহকারী ছিলেন যিনি এক মাসের ছুটিতে রয়েছেন। তার ছুটির মাধ্যমে শূন্য হয় কর্মচারীর পদ।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো মহিউদ্দিন ভূঁইয়া জানান, কর্মকর্তা, কর্মচারী না থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে চিঠি দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে জানান, তিনটি সহকারী কর্মকর্তার পদের মধ্যে মাত্র একটি রয়েছে, তা ও তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে রয়েছেন। কর্মকর্তা না থাকায় প্রাথমিক শিক্ষায় মাঠ পর্যায়ে তদারকির কার্যক্রম ব্যাহত হচ্ছে।আমি যেদিকে যাই সেদিকের স্কুল গুলোতে তদারকির চেষ্টা করি।

মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো শামসুর রহমান জানান, জনবল সংকটে থাকার কারণে দীর্ঘদিন থেকে উপজেলায় কর্মকর্তা, কর্মচারী নেই। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে রয়েছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *