প্যারিসে ঈদ বাণিজ্য মেলায় প্রবাসী বাংলাদেশিদের ঢল

বিদেশবার্তা২৪ ডেস্ক:
নানা আয়োজনের মধ্য দিয়ে সলিডারিটি আজি ফ্রান্স সাফের আয়োজনে ঈদ বাণিজ্য মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে সাফের প্রেসিডেন্ট এন কে নয়ন এবং ফ্রান্স পার্লামেন্টের সংসদ ড্যানিয়েল ওবোনো, প্যারিস ১৮’র কাউন্সিলর আনজুমানে সিসোকসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ যেন ঈদের আগেই ঈদ উৎসব প্যারিসের প্রানকেন্দ্র ঐতিহাসিক রিপালিক চত্বরে গত রোববার এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় বাংলাদেশি ২৫টা প্রতিষ্ঠানসহ বিদেশি তিনটা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলায় আগত ষ্টল মালিকরা সবাই বাংলাদেশি নারী উদ্যোক্ত প্রভাতের প্যারিস, নাহার কালেকশন, ফ্যাশন কালেকশন, সেক্টর এলার্ম, মিজান স্টোর, কেয়া ফুড, আমাদের রান্নাঘর, ফ্যাশন আর্ট গ্যালারি, শাড়ি অ্যান্ড জুয়েলারি, শাড়ি মেলা, রোজভ্যালি কালেকশন, বোনজুর মামান, স্বদেশিসহ আরও অনেক প্রতিষ্ঠান।
প্রবাসে প্রথমবারের মতো এ ধরনের মেলায় অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত ক্রেতা ও দর্শনাথীরা। নারীরা যে চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ না থেকে আবহ বাংলার প্রচলিত শৃঙ্খল ভেঙে নিজের পরিবার এবং সমাজে অবদান রাখতে পারে এই মেলায় তার একটি বাস্তব উদাহরণ।
এ মেলাকে ঘিরে প্রবাসের মাটিতে বাংলাদেশের একটা মিলনমেলায় পরিণত হয়েছিল এবং আগত দর্শনার্থীরা তাদের মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিক্রেতারা জানান তাদের প্রত্যাশায় চেয়ে অনেক বেশি বিক্রি হয়েছে।
Related News

পাকিস্তানকে আইএমএফ-এর ঋণ দেওয়া কেন ঠেকাতে পারেনি ভারত?
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ গত সপ্তাহে পাকিস্তানের জন্য ১০০ কোটি ডলারের ‘বেলআউট প্যাকেজ’ (সহায়তাRead More

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More