Main Menu

যুক্তরাষ্ট্রের মিনিয়েপলিসে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মাইকে আজানের অনুমতি

নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মিনেসোটা স্টেটের মিনিয়েপলিস সিটির সকল মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের আজান মাইকে প্রদানের ঐতিহাসিক একটি বিল পাস হয়েছে। মুসলিম-আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত ‘কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স’র (কেয়ার) মিনেসোটা স্টেট চ্যাপ্টারের নির্বাহী পরিচালক জয়লানি হোসেন শুক্রবার এ তথ্য জানিয়েছেন। এর আগে গত মঙ্গলবার এ সংক্রান্ত বিল পাস হয়।

জয়লানি বলেন, শিগগিরই বিলটিকে আইনে পরিণত করতে সিটি মেয়র জ্যাকব ফ্রে তা স্বাক্ষর করবেন।

পাঁচ ওয়াক্ত নামাজের আজান মাইকে প্রচার হলে এটিই হবে যুক্তরাষ্ট্রের প্রথম সিটি। মিনিয়েপলিস সিটির মসজিদে এর আগে ফজর, মাগরিব এবং এশার নামাজ বাদে যোহর ও আসর নামাজের আজান মাইকে প্রদানের অনুমতি ছিল। নতুন এ নিয়মের ফলে পাঁচ ওয়াক্ত নামাজের আজানই মাইকে দেয়া হবে।

কেয়ারের নির্বাহী পরিচালক জয়লানি এক বিবৃতিতে উল্লেখ করেন, এটি হচ্ছে ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে ঐতিহাসিক একটি পদক্ষেপ, যা সারা আমেরিকায় বিস্তৃত হওয়া দরকার। এই বিল পাসের জন্যে আমরা মিনিয়েপলিস সিটি কাউন্সিলের সকল মেম্বারের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি মুসলমান অধ্যুষিত অন্যান্য সিটিতেও একই পন্থা অবলম্বন করা হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *