শারজাহ চ্যারিটির আয়োজনে ঢাকা ও সিলেটে কুরআন প্রতিযোগিতা

ধর্ম ডেস্ক:
শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ঢাকা ও সিলেটে ইক্বরা হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) ঢাকার দক্ষিণখানের মাদ্রাসাতুর রহমান আল আরাবিয়ায় তিনটি গ্রুপে ৬০ জন দৃষ্টি প্রতিবন্ধী হাফিজদের অংশগ্রহণে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় মোট ৯ জন বিজয়ীকে ২ লাখ ৮৮ হাজার ৪শ টাকার নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এছাড়া ৫ থেকে ৭ এপ্রিল সিলেটের বাগবাড়ী দারুল ইমারাততে মোট চারটি গ্রুপে ২০০ জন হাফিজের অংশগ্রহণে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় মোট ১২ জন বিজয়ীকে ৩ লাখ ২৭ হাজার টাকা নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। উভয় প্রোগ্রামেই শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মাদ হামদান আলজারী ও সম্মানিত অতিথি সাঈদ মোবারক আলমাসগুনীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
Related News

মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক?
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক? আড্ডার সময়ে বন্ধুরা একে অপরের সঙ্গে বিভিন্ন ধরনেরRead More

যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী যৌবনকালের ইবাদত একটি লাভজনক ইনভেস্টমেন্ট বলে মন্তব্য করেছেনRead More