Main Menu

জৈন্তাপুরে আওয়ামীলীগ নেতা আবদুল হান্নানের হুংকারঃ নেত্রী আসবেন; আপনারা আমাদের কথামত চলেন।

Abdul Hannan

মিডিয়া ডেস্কঃ  স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার আওয়ামীলীগ নেতা আবদুল হান্নান আওয়ামীলীগের সভায় বলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমত্রী খুব শীগগিরই দেশে ফিরবেন। আপনারা সবাই প্রস্তুত থাকুন।

তিনি সাধারণ জনগণকে উদ্দেশ্য করে বলেন- আমরা দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় ছিলাম। বাংলাদেশের উন্নয়নে আমাদের নেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন, এর আগে কোন সরকার এরকম উন্নয়ন করেনি। আমরা এ দেশ স্বাধীন করেছি। আওয়ামীলীগ ছাড়া এদেশে কারো বসবাস করার অধিকার নেই।

তিনি আরও বলেন, আপনারা আমাদের কথামতো চলেন, আমরা অতীতে ক্ষমতায় ছিলাম; এখনো ক্ষমতায় আছি, আগামীতেও ক্ষমতায় থাকব। আপনারা আমাদের কথামতো চলেন। আমাদেরকে সহযোগিতা করে চলেন।

তিনি ছাত্রদের উদ্দেশ্য করে বলেন- বাড়াবাড়ী অনেক করেছেন, এখন আর বাড়াবাড়ির সময় নেই। নেত্রী আমাদেরকে আদেশ করেছেন, আপনাদেরকে প্রতিরোধ করতে। অতএব সাবধান হয়ে যাও।

গতকাল ২৬মার্চ ২০২৫ তারিখে, জৈন্তাপুর বাজারে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি একথাগুলো বলেন।

অনুষ্ঠানে জৈন্তাপুরের স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এম/ইউ/এস/আর ২৭-০৩-২০২৫






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *