Wednesday, December 25th, 2024
যে কারনে আলহারামাইন থেকে বহিস্কার করা হল ওসমানী হাসপাতালের নার্স আছমাকে
যে কারনে আলহারামাইন থেকে বহিস্কার করা হল ওসমানী হাসপাতালের নার্স আছমাকে স্টাফ রিপোর্ট: সিলেট ওসমানী হাসপাতালের আলোচিত ও বির্তকৃত নার্স আছমা আক্তারকে অবশেষে সিলেট আলহারামাইন হাসপাতাল প্রা: লি: থেকে চাকরিচ্যুত করা হয়েছে। গত ২৩ ডিসেম্বর আছমাকে আল হারামাইন হাসপাতাল থেকে বরখাস্ত করা হয় বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করে। হাসপাতালে অফিস আদেশ কপি স্বারক নং ((AHHPL/ADMN/24/-62) তারিখ-২৩/১২/২০২৪ ইং। সূত্রে জানা যায়, গত-২১ ডিসেম্বর মোছা: আছমা আক্তার (নার্সিং সুপারভাইজার) কে স্বীয় দায়িত্বের অনৈতিক ব্যবহার ও আর্থিক দূর্ণীতির কারনে আল হারামাইন হাসপাতালের চাকরি হতে বরখাস্ত করা হয়েছে। এমতাবস্থায় মোছা: আছমা আক্তার এর সহিতRead More