Main Menu

লিটনকে অধিনায়ক করে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

লিটনকে অধিনায়ক করে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা
চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের দলে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। এবার টি-টোয়েন্টি সিরিজের দল থেকেও তিনি ছিটকে গেছেন। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে টাইগাররা সংক্ষিপ্ত ফরম্যাটের তিনটি ম্যাচ খেলবে। যার জন্য আজ (মঙ্গলবার) টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে লিটন দাসকে অধিনায়ক করেছে বিসিবি।

এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ পেসার রিপন মন্ডল। তবে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন আরেক পেসার শরিফুল ইসলাম। একইসঙ্গে পিতৃত্বজনিত কারণে উইন্ডিজ সিরিজ থেকে ছুটি নেওয়া মুস্তাফিজুর রহমানের জায়গায় তানজিম হাসান সাকিবকে নেওয়া হয়েছে। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না তানজিম সাকিব।

বিসিবির লিটনকে অধিনায়কত্ব দেওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ। কারণ টেস্ট ছাড়া বাকি দুই ফরম্যাটে এমনিতেই রান পাচ্ছেন না এই উইকেটরক্ষক ব্যাটার। এক্ষেত্রে হয়তো মিরাজের চাপ কমাতে চেয়েছে বিসিবি। চোটে পড়া নিয়মিত অধিনায়ক শান্ত’র অনুপস্থিতিতে মিরাজ বাংলাদেশকে ক্যারিবীয় সফরে নেতৃত্ব দিচ্ছিলেন। টেস্ট-ওয়ানডেতে তার বিশেষ দায়িত্ব শেষে এবার অধিনায়কত্বে দেখা যাবে লিটনকে।

সিরিজ বাঁচানোর ম্যাচে রেকর্ড অক্ষত রাখার লড়াই বাংলাদেশের
এদিকে, ওয়ানডে সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ১২ ডিসেম্বর। পরবর্তীতে দুই দল ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর কিংস্টনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড : লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *