লেবানন থেকে দেশে ফিরলেন আরও ১০৫ বাংলাদেশি
লেবানন থেকে দেশে ফিরলেন আরও ১০৫ বাংলাদেশি
যুদ্ধ পরিস্থিতির তারণে লেবানন থেকে আরও ১০৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ জানায়, এই ১০৫ জনকে বৈরুতের বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সহযোগিতায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। এর আগে ৩ ডিসেম্বর ৪০ জন এবং ৪ ডিসেম্বর ৬৪ জন বাংলাদেশি দেশে ফিরেছিলেন। এ পর্যন্ত ১৫টি ফ্লাইটে মোট ৯৬৩ জন বাংলাদেশি লেবানন থেকে দেশে ফিরে এসেছেন।
আইওএম প্রত্যাবাসিত প্রত্যেককে ৫ হাজার টাকা পকেটমানি, খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছে। বিমানবন্দরে ফিরে আসা প্রবাসীদের সঙ্গে আইওএম’র প্রতিনিধিরা যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেছেন এবং তাদের খোঁজখবর নিয়েছেন। এ পর্যন্ত লেবাননে এক বাংলাদেশি বোমা হামলায় নিহত হয়েছেন।
এদিকে অন্তবর্তী সরকার জানিয়েছে, লেবাননে যারা দেশে ফিরে আসতে চান, তাদের সবাইকে সরকার নিজ খরচে দেশে ফিরিয়ে আনবে।
Related News
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More