Main Menu

ভারতীয়দের জন্য ভিসা সীমিত করেছে বাংলাদেশ

ভারতীয়দের জন্য ভিসা সীমিত করেছে বাংলাদেশ
এবার ভারতীয়দের জন্য ভিসা সীমিত করেছে বাংলাদেশ। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে কলকাতা ডেপুটি হাইকমিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।

দুই দেশের সম্পর্কের ইতিহাসে এটি প্রথমবারের মতো নেওয়া এমন একটি কঠোর পদক্ষেপ। যা বৃহস্পতিবার গোপন এক দাপ্তরিক চিঠির মাধ্যমে কলকাতা ডেপুটি হাইকমিশনকে ভারতীয়দের ঢালাওভাবে ভিসা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনো কিছুই জানানো হয়নি।

(শুক্রবার) থেকে সেই নির্দেশ কার্যকর শুরু করেছে করেছে কলকাতা হাইকমিশন।

মিশন সূত্র জানায়, ঢাকা থেকে ভিসা দেওয়া কমানোর নির্দেশ এসেছে কলকাতায়। শুক্রবার থেকেই নির্দেশনা বাস্তবায়ন শুরু হয়ে গেছে।

কলকাতা মিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় নাগরিকদের জন্য সাধারণ ভিসা, বিজনেস ভিসা ও ভ্রমণ ভিসা দেওয়া কমানো হচ্ছে। তবে, সামনে তাবলিগ জামাতের ইজতেমা থাকায় তাদের ভিসা সীমিত করার সম্ভাবনা আপাতত কম।

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের পর সেখানে সব ধরনের কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ সরকার। বন্ধ করে দেওয়া হয় ভারতীয়দের ভিসা দেওয়ার সব প্রক্রিয়া।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *