Main Menu

কঠিন কাজ সহজ হতে সাহায্য করবে যে দোয়া

কঠিন কাজ সহজ হতে সাহায্য করবে যে দোয়া
পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই। মানুষ চেষ্টা করলে যেকোনো কাজ সম্ভব। বর্তমান সময়ে এর উদাহরণ অহরহ। অসাধ্য সাধ্য করার যাত্রা অনেক সময় কষ্টকর মনে হয়। শুরু করেও পিছিয়ে আসতে চান। হতাশা হওয়ার কিছু নেই, সাহস ও ভরসা রেখে কাজ করা উচিত। কাজ সহজ করতে আল্লাহর সাহায্য চাওয়া উচিত। কোনো কাজ কঠিন মনে হলে আল্লাহ তায়ালার সাহায্য পেতে হাদিসে বর্ণিত এই দোয়াটি পড়া যেতে পারে।

দোয়াটি হলো—

اللَّهُمَّ لا سَهْلَ إِلا مَا جَعَلْتَهُ سَهْلا، وَأَنْتَ إِنْ شِئْتَ جَعَلْتَ الْحَزَنَ سَهْلا

উচ্চারণ : আল্লা-হুম্মা, লা- সাহলা ইল্লা- মা- জা‘আলতাহূ সাহলান। ওয়া আনতা ইন-শিয়্‌তা জা’আল-তাল হাযনা সাহলান।

অর্থ : হে আল্লাহ আপনি যা সহজ করেন তা ছাড়া কিছুই সহজ নয়। আর আপনি ইচ্ছা করলে সুকঠিনকে সহজ করেন। (সহিহ ইবনু হিব্বান, ৩/২৫৫)

যেকোনো কাজে চেষ্টা-প্রচেষ্টা উপলক্ষমাত্র। কাজ সম্পাদনের এবং তা কঠিন বা সহজ করে দেওয়া আল্লাহর কুদরতের অধীন। আল্লাহ তাআলা চাইলে কারো কঠিন কাজ সহজ করে দেন এবং তিনি ইচ্ছা করলে সহজ কাজও কঠিন হয়ে যায়।

তাই মুসা (আ.) আল্লাহর কাছে এই মর্মে দোয়া করেন, ‘আর (হে আল্লাহ) আমার কাজ সহজ করে দাও।’ (সুরা ত্বহা: ২৬)

এ কারণে ছোট-বড় যে কোনো কাজ করার পর আল্লাহ তায়ালার কাছে তাওফিক চেয়ে দোয়া করা। অসখ্য হাদিসে নেক কাজের তাওফিক লাভের জন্য দোয়া করার কথা বর্ণিত হয়েছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *