Main Menu

আল মদীনা ইন্সটিটিউটেট পাগড়ি প্রদান ও ইসলামি মহাসম্মেলন সম্পন্ন

আল মদীনা ইন্সটিটিউটেট পাগড়ি প্রদান ও ইসলামি মহাসম্মেলন সম্পন্ন

সিলেট নগরীর এয়ারপোর্ট রোডস্থ বড়শালা এলাকায় প্রতিষ্ঠিত আল মদীনা ইসলামিক ইনস্টিটিউট এর ১০বছর পূর্তি উপলক্ষ্যে হাফেজে কুরআনদের পাগড়ি প্রদান ও ইসলামি মহাসম্মেলনে বক্তারা বলেন- ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধর্ম। ইসলামের ছায়াতলে যাঁরা এসেছে তাঁরা সোনার মানুষে পরিণত হয়েছে। ৯০ ভাগ মুসলমানদের এই সুজলা সুফলা সবুজ বাংলাদেশে ধর্মহীন কোনো শিক্ষা তথা ইসলামের শিক্ষা ছাড়া বামরাম পন্থীদের কোনো শিক্ষা চলতে পারে না, চলবে না। ইসলামের পথ মানে নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পথ, নবিজীর পথ মানে সাহাবায়ে কেরাম যে পথে চলছেন। সাহাবায়ে কেরাম কখনো কোনো জালিমের কাছে মাথা নত করেননি। উলামায়ে ইসলাম, মাদরাসা শিক্ষার্থীরাও কোনো জালিমের সাথে আপোষ করতে পারে না।

(২২ অক্টোবর) মাদরাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল্লাহ নেজামীর পরিচালনায় দুপুর থেকে শুরু হওয়া মহাসম্মেলনে পর্যায়ক্রমে আলোচনা পেশ করেন, শায়খুল হাদীস মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস মাওলানা শেখ আহমদ, দেশের প্রখ্যাত আলেম মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, ডক্টর মাওলানা নুরুল আবছার, মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানি, মাওলানা রেজাউল করিম আবরার প্রমুখ।

মাদরাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মহাসম্মেলনে উক্ত মাদরাসা থেকে হিফজ সমাপনকারী ৭৮জন হাফিজে কুরআনকে পাগড়ী প্রদান করা হয়। রাত ১১ টা পর্যন্ত যাথারীতি সম্মেলনে সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লীগণ অংশগ্রহন করেন।

মহাসম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা নাজমুদ্দীন কাসেমী, মাওলানা নূরুল ইসলাম বৌলগ্রামী, মাওলানা মুজিবুর রহমান কাসিমী, মাওলানা আহমদুল হক উমামা, মাওলানা ইয়াহিয়া খান প্রমুখ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *