আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিশু নিহত
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিশু নিহত
সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে স্কুল পড়ুয়া আট বছরের শিশু সায়ান। চট্টগ্রামের ফটিকছড়ির হানিফ সুমনের দুই সন্তানের মধ্যে সায়ান ছিল বড়। তার মৃত্যুতে পুরো পরিবার শোকে স্তব্ধ হয়ে গেছে। গ্রীষ্মের ছুটিতে বাংলাদেশ ভ্রমণ শেষে গত ১৬ আগস্ট তারা সপরিবারে আমিরাতে আসেন।
জানা যায়, গ্রীষ্মের ছুটি শেষে স্কুল খোলা হলে স্কুলবাসে অন্য শিক্ষার্থীদের মতো মঙ্গলবার (২৭ আগস্ট) সায়ান ও সাইফান দুই ভাইও স্কুলের উদ্দেশে রওনা হয়।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রাথমিক তদন্তের তথ্য মতে দ্রুতগতি, অবহেলা ও চালকের অমনোযোগিতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গাড়িতে ১২ জন শিক্ষার্থী ছিল, তারা সবাই এশিয়ান। সায়ানের ছোট ভাই সাইফানসহ ১১ জন আহত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
Related News
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More