Main Menu

ইতালিতে কাউন্সিলর হলেন সিলেটী ওয়ালি

ইতালিতে কাউন্সিলর হলেন সিলেটী ওয়ালি

ইতালির ভিসেন্সা শহরের মন্তেক্কিও ম্যাগিওর পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে জয়লাভ করেছেন ইতালির নির্বাচনে জিতলেন সিলেটের যুবক নামে এক সিলেটেী। তার গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের কাদিপুর গ্রামে। কয়েকদিন আগে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি পিডি দলের প্রার্থী ছিলেন। তার জয়ে ভিসেন্সা শহরে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে।

এদিকে, গতকাল শনিবার শপথ গ্রহণ করেন মিয়া মোহাম্মদ ওয়ালি। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

এদিকে, নিজের জয়ে উচ্ছ্বসিত মিয়া মোহাম্মদ ওয়ালি। তিনি বলেন, তার প্রধান লক্ষ্য ইতালি ও বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন তৈরি করা।

একইসাথে যে শহর থেকে তিনি বিজয়ী হয়েছেন, সেখানকার বাসিন্দাদের জন্য ভালো কাজ করার লক্ষ্যের কথাও জানিয়েছেন তিনি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *