ইতালিতে কাউন্সিলর হলেন সিলেটী ওয়ালি

ইতালিতে কাউন্সিলর হলেন সিলেটী ওয়ালি
ইতালির ভিসেন্সা শহরের মন্তেক্কিও ম্যাগিওর পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে জয়লাভ করেছেন ইতালির নির্বাচনে জিতলেন সিলেটের যুবক নামে এক সিলেটেী। তার গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের কাদিপুর গ্রামে। কয়েকদিন আগে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি পিডি দলের প্রার্থী ছিলেন। তার জয়ে ভিসেন্সা শহরে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে।
এদিকে, গতকাল শনিবার শপথ গ্রহণ করেন মিয়া মোহাম্মদ ওয়ালি। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
এদিকে, নিজের জয়ে উচ্ছ্বসিত মিয়া মোহাম্মদ ওয়ালি। তিনি বলেন, তার প্রধান লক্ষ্য ইতালি ও বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন তৈরি করা।
একইসাথে যে শহর থেকে তিনি বিজয়ী হয়েছেন, সেখানকার বাসিন্দাদের জন্য ভালো কাজ করার লক্ষ্যের কথাও জানিয়েছেন তিনি।
Related News

পাকিস্তানকে আইএমএফ-এর ঋণ দেওয়া কেন ঠেকাতে পারেনি ভারত?
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ গত সপ্তাহে পাকিস্তানের জন্য ১০০ কোটি ডলারের ‘বেলআউট প্যাকেজ’ (সহায়তাRead More

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More