অধ্যক্ষ ও সভাপতির পদত্যাগের দাবিতে সালুটিকর কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তালা
অধ্যক্ষ ও সভাপতির পদত্যাগের দাবিতে সালুটিকর কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তালা
ডেস্ক রিপোর্ট:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেয়া ৪৮ ঘন্টার আলটিমেটাম মেনে অধ্যক্ষ শাকির উদ্দিন এবং গভর্নিং বডির সভাপতি কামরুল হাসান আমিরুল পদত্যাগ না করায় অনির্দিষ্টকালের জন্য সালুটিকর কলেজের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করে অধ্যক্ষের কক্ষ, অফিস এবং একাডেমিক ভবনে আজ মঙ্গলবার দুপুরে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। এর আগে দুজনের পদত্যাগের দাবিতে কলেজ ক্যাম্পাসে ও সালুটিকর বাজারে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সালুটিকরের নেতৃবৃন্দ জানান যে কলেজ অধ্যক্ষ ও সভাপতি পদত্যাগ না করা পর্যন্ত কলেজে কোন শিক্ষা কার্যক্রম চলতে দেয়া হবে না।
এর আগে গত ১২ আগস্ট দুজনের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।
শিক্ষার্থীরা বলেন, গত ১৮ জুলাই কোটা বিরোধী আন্দোলনের সমর্থনে সালুটিকর কলেজে শিক্ষার্থীরা জমায়েত হলে কলেজের গভর্নিং বডির সভাপতি কামরুল হাসান আমিরুলের নেতৃত্বে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের উপর হামলা চালালে অনেকে গুরুতর আহত হন। অধ্যক্ষ শাকির উদ্দিন সেসময় যৌক্তিক আন্দোলনে আহত কোন শিক্ষার্থীর খোজ খবর নেননি, বরং তিনি তাদের হুমকি প্রদান করেন।
এছাড়া তার বিরুদ্ধে নিজের এমপিও থেকে শুরু করে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
Related News
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,Read More