ওমানে প্রবাসী শ্রমিকের সংখ্যায় এগিয়ে বাংলাদেশিরা
ওমানে প্রবাসী শ্রমিকের সংখ্যায় এগিয়ে বাংলাদেশিরা
ওমানে প্রবাসী শ্রমিকের সংখ্যায় সবার চেয়ে এগিয়ে বাংলাদেশিরা। তবে এরমধ্যে ভিসা বন্ধের কারণে বাংলাদেশি কমে যায় আশঙ্কাজনকহারে।
আর সুযোগ নিচ্ছিলো মায়ানমার, পাকিস্তান এবং মিশরের প্রবাসী কর্মীরা। ফলে আর কতদিন বাংলাদেশিরা দেশটিতে সংখ্যাগুরুর পরিচয় ধরে রাখতে পারবেন সে প্রশ্নও জাগছে।
সম্প্রতি ওমানের জাতীয় পরিসংখ্যান বিভাগ জানায়, ভিসা বন্ধের প্রথম দুই মাস বাদ দিয়েও ওমানে বাংলাদেশি কমেছে ৩৫ হাজার।
কারণ ২০২৩ সালের শেষে দেশটিতে বাংলাদেশির সংখ্যা ছিলো ৭ লাখ ১৯ হাজার ১১১ জন- যা চলতি বছরের মে মাসের পর কমে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৮৪ হাজার ১০৮ জনে।।
অন্যদিকে অন্যান্য জাতীয়তার প্রবাসীর সংখ্যা লাফিয়ে বাড়ছে। চলতি বছরের মে পর্যন্ত ওমানে মায়ানমারের নাগরিক ১০২ শতাংশ বেড়ে হয়েছে ২৯ হাজার।
পাকিস্তান ও মিশরের মত বেড়েছে তানিজানিয়ান মানুষের সংখ্যাও। অবশ্য নেপাল এবং ভারতীয় প্রবাসীদের সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে।
সুখবর হলো- ওমানে থাকা অবৈধ বাংলাদেশিরাও এখন জরিমানা ছাড়া বৈধ হওয়ার অপেক্ষায় রয়েছেন। ফলে দেশটিতে বৈধ বাংলাদেশির সংখ্যা আরও বাড়তে চলেছে।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More