দুর্যোগে গ্রামীণফোনের টাওয়ারে মোবাইল চার্জের সুযোগ

দুর্যোগে গ্রামীণফোনের টাওয়ারে মোবাইল চার্জের সুযোগ
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সব অপারেটরের গ্রাহকদের সুবিধায় খুলনা ও বরিশাল অঞ্চলের ১২৩টি টাওয়ারে মোবাইল ফোন চার্জ দেওয়ার সুযোগ করে দিয়েছে অপারেটর প্রতিষ্ঠান গ্রামীণফোন। সেখানে বিশেষ ব্যবস্থায় টাওয়ার সচল রেখেছে প্রতিষ্ঠানটি। সোমবার (২৭ মে) রাত সাড়ে ১১টার দিকে গ্রামীণফোনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, খুলনা ও বরিশাল অঞ্চলের দুর্যোগকবলিত স্থানের নিকটস্থ ১২৩টি গ্রামীণফোন টাওয়ারে সব অপারেটরের গ্রাহকরা প্রয়োজনে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। লোকেশন সম্পর্কে বিস্তারিত জানতে ১২১-এ ডায়াল করুন। দুর্যোগের এ মুহূর্তে পরিবার-পরিজন নিয়ে নিরাপদ থাকুন, সবাইকে সচেতন করুন।
এদিকে, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে দেশের বিভিন্ন জেলা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এতে দেশের ৪৫ জেলায় মোবাইল ফোন অপারেটরদের ৮ হাজার ৪১০টি টাওয়ার নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়েছে।
জরুরি ভিত্তিতে এসব টাওয়ারে বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপনে সোমবার (২৭ মে) দুপুরে পিডিবি, ডিপিডিসি ও বিআরইবিকে চিঠি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
এছাড়া সংযোগ সচল রাখতে সম্ভব সব ধরনের পদক্ষেপ নিতে অপারেটর কোম্পানিগুলোকে তৎপর থাকার নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। অন্যদিকে মোবাইল অপারেটর কোম্পানিগুলো জানিয়েছে, আচল হয়ে পড়া টাওয়ারগুলোতে দ্রুত তারা সংযোগ ফেরাতে চেষ্টা করছেন।
Related News

মোহাম্মদপুরে আবারও কিশোর গ্যাংয়ের চাপাতির তাণ্ডব, একই পরিবারের ৬ জন আহত
রাজধানীর মোহাম্মদপুর থানার জাফরাবাদ এলাকায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব ও এলোপাতাড়ি চাপাতির কোপে অন্তত ৬ জনRead More

জৈন্তাপুরে আওয়ামীলীগ নেতা আবদুল হান্নানের হুংকারঃ নেত্রী আসবেন; আপনারা আমাদের কথামত চলেন।
মিডিয়া ডেস্কঃ স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার আওয়ামীলীগ নেতা আবদুল হান্নান আওয়ামীলীগেরRead More