Main Menu

আমিরাতে রেমিট্যান্স এওয়ার্ড ও সিআইপি সংবর্ধনা পেলেন ফেঞ্চুগঞ্জের বদরুল চৌধুরী

আমিরাতে রেমিট্যান্স এওয়ার্ড ও সিআইপি সংবর্ধনা পেলেন ফেঞ্চুগঞ্জের বদরুল চৌধুরী

সংযুক্ত আরব আমিরাতে রেমিট্যান্স এওয়ার্ড ২০২৩ ও সিআইপি সংবর্ধনা ২০২১- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

গত ২৬ শে মে দুবাইয়ের স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট -২আসনের সাংসদ ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে রেমিট্যান্স এওয়ার্ড ও সিআইপি সম্মাননা অর্জন করেন ফেঞ্চুগঞ্জের কৃতিসন্তান বদরুল ইসলাম চৌধুরী সিআইপি।

প্রধান অতিথি তার বক্তব্যে রেমিট্যান্স যোদ্ধাদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে দেশে বিনিয়োগ বাড়াতে আহবান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, আল হারামাইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মাহতাবুর রহমান সিআইপি, গ্রুপের অন্যান্য সদস্য সহ বিভিন্ন আমন্ত্রিত অতিথি।

প্রসঙ্গত, বদরুল ইসলাম চৌধুরী প্রায় ৩যুগ ধরে বিদেশের মাটিতে থেকে দেশের জন্য সম্মান ও অর্থ বয়ে আনছেন। আমিরাতে গড়ে তুলেছেন সুবিশাল কর্মক্ষেত্র। চৌধুরী গ্রুপ অব কোম্পানি ও আজমীর ট্রান্সপোর্টের চেয়ারম্যান তিনি।

যেখানে কর্মসংস্থান হয়েছে বহু মানুষের। তারাও ভূমিকা রাখছেন রেমিট্যান্স প্রবাহে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *