কাতার প্রবাসী সাইদুর রহমান সবুজের মৃত্যুতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের শোক
কাতার প্রবাসী সাইদুর রহমান সবুজের মৃত্যুতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের শোক
কে. এম. সুহেল আহমদ, কাতারঃ জালালাবাদ এসোসিয়েশন কাতার’র সম্মানিত সদস্য ও কাতার আলকারাব (আওয়ামী লীগ)এর সাধারণ সম্পাদক খন্দকার সাইদুর রহমান সবুজ
২৯ এপ্রিল( সোমবার) বাংলাদেশ সময় রাত ১০ ঘটিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের “আল হারামাইন হসপিটালে”শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।….ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সবুজ ভাইয়ের মৃত্যুতে ‘ জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতার’ গভীর ভাবে শোকপ্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
খন্দকার সাইদুর রহমান সবুজ সিলেট মৌলভীবাজার’র কুলাউড়া উপজেলার বাসিন্দা।
আমরা সকলে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More