Main Menu

দুবাইয়ে ইমাম-মুয়াজ্জিনদের বেতন বাড়ানোর নির্দেশ

দুবাইয়ে ইমাম-মুয়াজ্জিনদের বেতন বাড়ানোর নির্দেশ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের বেতন বাড়ানোর নির্দেশ দিয়েছে।

ক্রাউন প্রিন্সের নির্দেশনার কারণে যেসব ইমাম ও মুয়াজ্জিন দুবাইয়ের ইসলাম বিষয়ক ও দাতব্য কার্যক্রম বিভাগের অধীনে কাজ করেন তাদের বেতন বৃদ্ধি পাবে।

সমাজে ইমাম ও মুয়াজ্জিনদের যে ভূমিকা রয়েছে বেতন বাড়ানোর মাধ্যমে সেটিকে আরও বেশি স্বীকৃতি দেওয়া হয়েছে।

মসজিদে ইমামের নেতৃত্বে মুসল্লিরা নামাজ আদায় করে থাকেন। অপরদিকে মুয়াজ্জিনরা আজান দিয়ে মানুষকে নামাজে আসার আহ্বান জানান।

দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ
সমাজে ইমামদের আলাদা মর্যাদা রয়েছে। তারা নিজেরা ইসলাম ধর্ম বিষয়ক জ্ঞান রপ্ত করেন। নামাজ পড়ানোর পাশাপাশি সেগুলো মানুষের মাঝে প্রচারও করেন তারা।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আরব আমিরাতের সব জায়গায় অসংখ্য মসজিদ রয়েছে। দুবাইও সেখান থেকে ব্যতিক্রম নয়। দুবাইয়ের মসজিদগুলোতে প্রতিদিন হাজার হাজার মানুষ নামাজ পড়ে থাকেন।

বিশ্বের যত দৃষ্টিনন্দন মসজিদ রয়েছে সেগুলোর অনেকগুলোই আরব আমিরাতে অবস্থিত। এরমধ্যে অন্যতম হলো আবুধাবির শেখ জায়েদ মসজিদ। যা গ্র্যান্ড মসজিদ নামেও পরিচিত।

৩০ একর জায়গার ওপর নির্মিত সাদা রঙের এ মসজিদটি দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ আসেন। কেউ কেউ এখানে নামাজও আদায় করেন।

সূত্র: খালিজ টাইমস






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *