মালয়েশিয়া প্রবাসীর ভিডিও ভাইরাল, প্রশংসায় ভাসছেন
মালয়েশিয়া প্রবাসীর ভিডিও ভাইরাল, প্রশংসায় ভাসছেন।
মালয়েশিয়ার জোহর রাজ্যে নির্মাণ শ্রমিকের কাজ করেন প্রবাসী এক বাংলাদেশি। মাসে ৪২০০ রিঙ্গিত আয় করেন। এই আয়ের পুরোটাই তার পরিবার জন্য তিনি পাঠিয়ে দেন। নিজের জন্য তার হাতে রেখেছেন মাত্র ২০০ রিঙ্গিত। নিজের আরাম আয়েশ করার সুযোগ থাকা সত্ত্বেও শুধুমাত্র পরিবারের প্রতি এমন দায়িত্ব পালন করে আসছেন তিনি।
পরিবারের প্রতি ভালোবাসা দায়িত্ববোধ সোশ্যাল মিডিয়ায় দেখে সবাই অভিভূত।
আনোয়ার নাফিস নামের টিকটক আইডি থেকে বাংলাদেশিকর্মীর একটি ভিডিও নেটিজেনদের নজরে এলে পুরো মালয়েশিয়ায় ভিডিওটি ভাইরাল হয়।
ভিডিওতে বাংলাদেশি এই প্রবাসী বলছেন, ‘আমি জামাকাপড় কিনি না, সব টাকা বাড়িতে পাঠিয়েছি।’ গত ১৪ ফেব্রুয়ারি মালয়েশিয়ার জাতীয় দৈনিক ‘দ্য ডেইলি সানে’ প্রকাশিত শিরোনামেও উঠে আসে পরিবারের প্রতি এই প্রবাসীর দায়িত্ববোধের কথা। তবে প্রকাশিত খবরে প্রবাসীকর্মীর নাম প্রকাশ করা হয়নি।
পরিবারের প্রতি এই অকৃত্তিম ভালোবাসা আর ত্যাগ নেটিজেনদের আবেগে ভাসিয়েছে। প্রশংসায় ভাসিয়েছে এ বাংলাদেশি কর্মীকে।
শুধুমাত্র পরিবারের প্রতি এমন দায়িত্ববোধ নেটিজেনদের বিবেকে নাড়া দিয়েছে।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More