কাতারে সুজিত রায় নন্দীকে চাঁদপুর সমিতি পক্ষ থেকে সংবর্ধনা
কাতারে সুজিত রায় নন্দীকে চাঁদপুর সমিতি পক্ষ থেকে সংবর্ধনা।
কাতারের রাজধানীর অদূরে সেহেলিয়া সবজি মার্কেটের আল ওলামা রেস্টুরেন্টের হলরুমে চাঁদপুরের কৃতিসন্তান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দীয় সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দীকে কাতারস্থ চাঁদপুর প্রবাসীদের প্রাণের সংগঠন চাঁদপুর সমিতি পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধিত অতিথি হোটেলে এসে পৌঁছলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর সমিতির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মানিক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ তসলিম শেখ।
মোহাম্মদ মাসুদ শেখ ও মোঃ ওমর ফারুকের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সমিতির যুগ্ম-সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ই.এম. আকাশ ।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুর সমিতির উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল মিয়া, মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, সফিকুল কাদের, সফিকুল ইসলাম তালুকদার বাবু, প্রকৌশলী আবু রায়হান,মোল্লা মোহাম্মদ রাজীব রাজ, জাকির হোসেন বাবু প্রমুখ।
বক্তারা সংবর্ধিত অতিথিকে কাতার আগমনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা তাঁর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। সুজিত রায় নন্দী চাঁদপুরের উন্নয়নের নিজ অবস্থান থেকে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বক্তারা তা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
সংবর্ধনার জবাবে সুজিত নন্দী চাঁদপুর প্রবাসী ও বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে সংবর্ধনা অনুষ্ঠান উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রবাসীদের আতিথেয়তায় মুগ্ধ হয়ে তিনি দেশে গেলে তাঁর বাড়িতে আতিথেয়তা গ্রহণের আমন্ত্রণ জানান উপস্থিত প্রবাসীদের।
তিনি আজীবন চাঁদপুরের জনগণের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
Related News
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More