ওমানে স্ট্রোক করে প্রবাসী বাংলাদেশির মৃত্যু
ওমানে স্ট্রোক করে প্রবাসী বাংলাদেশির মৃত্যু।
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে কর্মস্থলে অসুস্থ হয়ে মোহাম্মদ নুরুল আমিন নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।
বুধবার সালালার কৃষি বাগানে কাজ করার সময় হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌছানোর আগেই তিনি মারা যান। তার স্ট্রোক হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
মৃত ওমান প্রবাসী মোহাম্মদ নুরুল আমিন চট্টগ্রামের হাটহাজারী থানার ছিপাতলি এলাকার গুন্নু মিয়ার ছেলে।
জানা গেছে, নুরুলের প্রবাস জীবনের লড়াই বহুদিনের। প্রথমে যান ওমান, সুবিধা করতে না পেরে চলে যান আমিরাতে। সেখানেও কোনো দিশা না পেয়ে দেশে ফেরেন। হতভাগ্য নুরুল দেশেও ভালো কিছু করতে পারছিলেন না। বাধ্য হয়ে দেড় বছর আগে ফের ওমান যান। সেই থেকে সালালার একটি বাগানে কৃষি কাজ করতেন তিনি। আসন্ন ঈদের পর তার বাড়ি ফেরার কথা ছিলো। কিন্তু সেটি আর হলো না। চলে গেলেন পরপারে।
সংসার জীবনে নুরুল আমিন ২ সন্তানের জনক। এর মধ্যে মেয়ে নবম শ্রেণীতে এবং ছেলে ৪র্থ শ্রেণীতে পড়ে। তারা বাবার দেশে ফেরার অপেক্ষায় ছিলেন।
এমন পরিণতির পর এখন লাশ পাওয়ার বিষয়টাই স্ত্রী সন্তানের একমাত্র কাম্য। এ বিষয়ে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে ওমান প্রবাসীদের মানবিক সংগঠন হাটহাজারি সমিতি।
Related News
পাকিস্তানকে আইএমএফ-এর ঋণ দেওয়া কেন ঠেকাতে পারেনি ভারত?
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ গত সপ্তাহে পাকিস্তানের জন্য ১০০ কোটি ডলারের ‘বেলআউট প্যাকেজ’ (সহায়তাRead More
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More


