“আদর্শ সমাজ প্রতিষ্ঠায় মসজিদ নির্মাণের গুরুত্ব অপরিসীম”
“আদর্শ সমাজ প্রতিষ্ঠায় মসজিদ নির্মাণের গুরুত্ব অপরিসীম”
আদর্শ সমাজ প্রতিষ্ঠায় মসজিদ নির্মাণের ভূমিকা অপরিসীম। মসজিদ ইবাদতের পাশাপাশি ধর্মীয় আইন-কানুন ও অন্যান্য বিষয় প্রচারের মাধ্যমে পারস্পরিক ভ্রাতৃত্ববোধের উন্মেষ ঘটে। পারস্পরিক আন্তরিকতা জন্মায়। তাই মানুষের মধ্যে সাম্য ও একতা সৃষ্টিতে মসজিদ নির্মাণের ভূমিকা এক ও অনন্য।
গত ৩০ জানুয়ারি রোজ মঙ্গলবার রাত ৯ টায় নগরীর ভার্থখলাস্থ লন্ডন প্রবাসী মোহাম্মদ শফিক উদ্দীনের বাড়িতে ভার্থখলা এ ব্লকস্থ মসজিদ নির্মাণ কমিটি ও উপদেষ্টা কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ তৌফিক বক্স লিপন উপরোক্ত কথাগুলো বলেন৷
ভার্থখলার প্রবীণ মুরব্বি, ভার্থখলা মাদরাসার মজলিসে আমেলার সদস্য মাস্টার মঈনুদ্দিনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে গুরুত্বপূর্ণ নছীহত পেশ করেন ভার্থখলা জামেয়ার প্রিন্সিপাল হাফিজ মাওলানা শায়খ মজদুদ্দীন আহমদ৷
তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর, হাদীসে উল্ল্যেখ আছে যারা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তায়ালা তাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন৷ সাদকায়ে জারিয়ার মধ্যে মসজিদ নির্মাণ অন্যতম৷ মসজিদ নির্মাণ ও মসজিদে দাবি প্রতিষ্ঠার মাধ্যমে আদর্শ সমাজ তৈরি হবে৷ প্রত্যেকের উচিত মসজিদ নির্মাণ ও আবাদের জন্য এগিয়ে আসা৷
মুফতি সুলাইমান আহমদ হুজাইফার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে মসজিদ নির্মাণ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন, মসজিদ নির্মাণের অন্যতম স্বপ্নদ্রষ্টা লন্ডন প্রবাসী মোহাম্মদ শফিক উদ্দীন৷ তিনি ১১ সদস্য বিশিষ্ট নির্মাণ কমিটি ঘোষণা করেন, সভাপতি হাজী ফয়জুর রহমান৷ সাধারণ সম্পাদক মুফতি সুলাইমান আহমদ হুজাইফা৷ কোষাধ্যক্ষ মাসুক আহমদ৷ সহ সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ ময়না৷ সদস্য – মোহাম্মদ কুনু মিয়া, মির্জা মতিউর রহমান, আফরোজ আহমদ, বদরুল আহমদ সাজু, আনোয়ার হোসেন, জামাল আহমদ, হারুনুর রশিদ৷
উপদেষ্টা কমিটির সদস্য সর্বজনাব মোহাম্মদ শফিক উদ্দীন (লন্ডন প্রবাসী), আলহাজ্ব মোহাম্মদ তৌফিক বক্স লিপন (কাউন্সিলর), আজমল আহমদ, আহমদ আলী, মখসুদ মিয়া( সাবেক মেম্বার), খন্দকার মুহসিন কামরান, ইসলাম উদ্দিন৷
যুমুনা মসজিদের ইমাম হাফিয মঈনুদ্দিনের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কদমতলীর বিশিষ্ট মুরব্বি সাইমুম বক্স, ভার্থখলা বাজারের ব্যবসায়ী শফিক উদ্দীন, জামিল আহমদ, জিয়াউস শামস পাবলো, বাহার উদ্দীন, মির্জা মোহাম্মদ জলিল, রমেজ খান, মহিউদ্দিন দারা, নুর উদ্দিন সওদাগর, শাহিন মিয়া, ফারুক হোসেন, জাকির হোসেন, রানা সরকার, আব্দুল মান্নান দুলাল, শাহাদাত হোসেন, রেজাউল করিম, কামরুল হাসান সোহেল, জুবায়ের আহমদ জুবের, দারা মিয়া, মোহাম্মদ আলাউদ্দিন, ইমন আহমদ, মাওলানা ওমর ফারুক, জাহেদ আহমদ, শাহ আলম, তানভীর আহমদ, সাঈদ সায়মন, সাব্বির আহমদ, এমরান হুসেইন, আনা মিয়া,রেজাউল করিম প্রমুখ৷
Related News
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি বছরের পর বছর ধরে বন্ধ থাকায় হবিগঞ্জের মাধবপুরRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More