Main Menu

৩ ফেব্রুয়ারি এমসি কলেজের এইচএসসি-৯৪ ব্যাচের মিলনমেলা

৩ ফেব্রুয়ারি এমসি কলেজের এইচএসসি-৯৪ ব্যাচের মিলনমেলা

সিলেট এমসি কলেজের এইচএসসি-৯৪ ব্যাচের মিলনমেলা আগামী ৩ ফেব্রুয়ারি সিলেট ক্লাব লিমিটেড মিলনায়তনে অনুষ্ঠিত হবে। মিলনমেলা সফল করার লক্ষ্যে সোমবার (২৯ জানুয়ারি) আহ্বায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

নগরের মীরবক্সটুলায় অনুষ্ঠিত এই সভায় মিলনমেলা সামনে রেখে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. খালেদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফয়জুর রহমান, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটার এন্ড পেট্রোল পাম্প ওউনারস এসোসিয়েশন সিলেটের ভাইস প্রেসিডেন্ট খান মুহাম্মদ ফরিদ বাবর, সাউথ ইস্ট ব্যাংক চৌহাট্রা শাখার ম্যানেজার শুয়েবুর রহমান, এম সি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক কামারুজ্জামান আলমগীর, সিলেট জেলা আইনজীবি সমিতির সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ শুয়েব, সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল, বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান সুজন, যুক্তরাজ্য প্রবাসী কবিরুল হাসান শাহান প্রমুখ।

সভায় এইচএসসি-৯৪ ব্যাচের মিলনমেলাকে সফল ও সাফল্যমণ্ডিত করতে ব্যাচের সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *