Main Menu

পর্তুগালে হৃদরোগে আরও এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু

পর্তুগালে-হৃদরোগে-প্রবাসী-বাংলাদেশির-মৃত্যু

পর্তুগালে হৃদরোগে আরও এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু।

পর্তুগালের অধিবিলাস শহরে আবুল কালাম আজাদ নামে এক প্রবাসী বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) দেশটির রাজধানী লিসবনের স্থানীয় সাও যোজ হাসপাতালে তিনি মারা যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত আবুল কালাম আজাদ গাড়ি চালানো অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন। পরে পর গত ১৬ দিন যাবত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে চিকিৎসা শুরুর দিন থেকে তার অবস্থা সঙ্কটজনক ছিল এবং তিনি কোমায় ছিলেন।

পর্তুগালে তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে বসবাস করতেন বলে প্রতিবেশী সূত্রে জানা গেছে। লাশ দাফনের বিষয়ে অধিবিলাসে বাংলাদেশ কমিউনিটির লোকজন যোগাযোগ করছেন। তার লাশ পর্তুগালে দাফন করা হবে। তবে কবে কখন জানাজা হবে এ বিষয়ে এখনো পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি।

এদিকে এর আগে গত সপ্তাহে মস্তিষ্কে রক্তক্ষরণে আরেক প্রবাসী মারা গেছেন। এছাড়া গত প্রায় এক বছর ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রবণতা অনেক বেড়েছে। মূলত অতিরিক্ত দুশ্চিন্তা, পারিবারিক চাপ আর্থিক, অসঙ্গতিসহ বিভিন্ন কারণে প্রবাসীরা মারা যাচ্ছেন বলে ধারণা দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের। বাংলাদেশে থাকা পরিবার পরিজনদের প্রবাসীদের প্রতি কিছুটা নমনীয় হওয়ার পরামর্শও দিয়েছেন তারা।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *