আমিরাতে সড়কে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

আমিরাতে সড়কে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির।
সংযুক্ত আরব আমিরাতের উম্মুল কুয়াইনে গাড়ির ধাক্কায় মুহাম্মদ নুরুল আমিন (৩৩) নামের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। বুধবার (২৪ জানুয়ারি) উম্মুল কুয়াইন শহরে রাস্তা পারাপারের সময় গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে গুরুতর আহত হন আমিন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আমিন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আলাওল পাড়া এলাকার মৃত জেবল হোসেনের ছেলে।
নিহতের বড় ভাই নূরুল আলম জানান, দীর্ঘ ১০ বছর ধরে প্রবাস জীবন কাটাচ্ছেন আমিন। প্রায় দুই বছর আগে সে আবারও প্রবাসে যায়। বুধবার মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পারাপার হওয়ার সময় পেছন থেকে গাড়ি এসে তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রীর বড় ভাই সাজ্জাদ হোসেন জানান, নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে। আমিরাতের সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তার মরদেহ দেশে পাঠানো হবে।
Related News

পাকিস্তানকে আইএমএফ-এর ঋণ দেওয়া কেন ঠেকাতে পারেনি ভারত?
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ গত সপ্তাহে পাকিস্তানের জন্য ১০০ কোটি ডলারের ‘বেলআউট প্যাকেজ’ (সহায়তাRead More

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More