সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশি কর্মীর মৃত্যু
সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশি কর্মীর মৃত্যু। সৌদি আরবের রাজধানী রিয়াদে স্ট্রোক করে আরাফাত খান অপু (২৮) নামে এক বাংলাদেশি কর্মী মারা গেছেন। তিনি কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের মধ্য আড়াইবাড়িয়া গ্রামের লিয়াকত আলী খান খসরু মাস্টারের পুত্র।
হোসেনপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর শামীম খান প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহতের পরিবার জানায়, আরাফাত খান অপু গত দেড় বছর পূর্বে সৌদি আরবের রাজধানী রিয়াদে পাড়ি জমান। রোববার (১৪ জানুয়ারি) রাত ৮টায় স্ট্রোক করলে তাকে রিয়াদের কিং সাদ মেডিকেল সিটিতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।
প্রবাসীর স্ত্রী ফাহিমা আক্তার পান্না জানান, আমার স্বামী শিশু সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিদেশে পাড়ি জমিছেন। তিনি আক্ষেপ করে বলেন, শিশু সন্তানদের নিয়ে আমি কিভাবে বেঁচে থাকব।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More