মসজিদে নববীতে সেলফি তোলা নিয়ে যা বললেন শায়খ সুদাইস
মসজিদে নববীতে সেলফি তোলা নিয়ে যা বললেন শায়খ সুদাইস। হারামাইন শরিফাইনের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইস মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ইবাদতের উদ্দেশ্যে আসা মানুষদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন। বিশেষ নির্দেশনায় তিনি বলেছেন, ইবাদত পালনকারীরা সেলফিতে ব্যস্ত না হয়ে নিজের সময়কে ইবাদতের জন্য কাজে লাগাতে পারেন।
তিনি আরও বলেন, হারামাইনে ইবাদতের পরিবেশ অক্ষুণ্ন রাখতে আগত ইবাদত পালনকারীদের সহযোগিতা প্রয়োজন। মসজিদে নববীতে ইবাদত পালনকারীদের ব্যবস্থাপনা পরিদর্শনের সময় তিনি এসব বলেন।
এ সময় তিনি আগত ইবাদত পালনকারীদের সঙ্গে কথা বলেন। ইবাদত পালনকারীদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি মসজিদে নববীতে আগত নারীদের পর্দার প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলেন। একইসঙ্গে তাদের পুরুষের জন্য নির্ধারিত এলাকা থেকে দূরে থাকতে বলেন এবং মহিলাদের নামাজের জন্য নির্ধারিত স্থানে অবস্থানের কথা বলেন।
তিনি ইবাদত পালনকারীদের মসজিদে নববীর সম্মান রক্ষা এবং বিদয়াত পরিহার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আকড়ে ধরার আহ্বান জানান।
প্রসঙ্গত, ২০১২ সালে (মোতাবেক ১৪৩৩ হিজরিতে) সৌদি আরবের মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ পান শায়খ সুদাইস। তিনি ১৪০৪ হিজরি (১৯৮৪ সালের মে মাসে) মাত্র ২২ বয়সে মসজিদুল হারামের খতিব ও ইমাম হিসেবে নিয়োগ পান।
পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান হওয়ার পর ২০১৪ সালে তিনি মসজিদে নববিতে প্রথমবার ইমামতির দায়িত্ব পালন করেন। সুললিত কণ্ঠে কোরআন তিলাওয়াতের জন্য মুসলিম বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত তিনি। ২০২৩ সালে পবিত্র কাবার ইমাম হিসেবে ৪০ বছর পূর্ণ করেছেন শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস। সূত্র : সাবাক ওয়েব সাইট।
Related News
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক?
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক? আড্ডার সময়ে বন্ধুরা একে অপরের সঙ্গে বিভিন্ন ধরনেরRead More
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী যৌবনকালের ইবাদত একটি লাভজনক ইনভেস্টমেন্ট বলে মন্তব্য করেছেনRead More