লন্ডন টু সিলেট অন্য এয়ারলাইন্সের ফ্লাইট চালুর দাবি
নিউজ ডেস্ক:
বাংলাদেশের মহান বিজয় দিবস ও মুক্তিযুদ্ধের তাৎপর্য এবং কমিউনিটির বিভিন্ন দাবি নিয়ে লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশ যে উদ্দেশ্য নিয়ে স্বাধীন হয়েছিল, ৫২ বছরেও তা বাস্তবায়িত হয়নি। একখণ্ড মানচিত্র আর লাল সবুজের পতাকা ছাড়া আমরা এখনো পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারছি না।
তারা বলেন, মুক্তিযুদ্ধে যুক্তরাজ্য প্রবাসীদের অবদান সবচেয়ে বেশি থাকলেও আজ প্রবাসীরা অবহেলিত। সভায় বক্তারা প্লেনের অতিরিক্ত ভাড়া আদায় করায় প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান।
প্রবাসীরা দেশের সর্বত্র হয়রানির মুখোমুখি হচ্ছেন দাবি করে তারা বলেন, এগুলোর সুরাহা হওয়া প্রয়োজন। বিমানের পাশাপাশি লন্ডন থেকে সিলেটে অন্য প্লেনের ফ্লাইট চালুর দাবি জানান তারা।
সভায় প্রবাসীরা মহান স্বাধীনতা যুদ্ধে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।
সম্প্রতি পূর্ব লন্ডনের ব্রিকলেনের একটি হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক পুলিশ পরিদর্শক আহবাব মিয়া। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ছানাওর আলী কয়েছ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য দেন কেবিনেট মেম্বার কাউন্সিলর ইকবাল হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আবুল লেইছ, কাউন্সিলর ফয়জুর রহমান, কাউন্সিলর লুৎফা রহমান, কাউন্সিলর সৈয়দ শেয়খুল ইসলাম, ব্যারিস্টার শাহ মিছবাউর রহমান, আলাউদ্দিন আহমদ মুক্তা, কামরুজ্জামান চৌধুরী, মজির উদ্দীন, আব্দুর রব, খালেদ কামালী, ইকবাল হোসেন, শামীম আহমদ, আবুল মনসুর রুমেল, রেদওয়ান আহমদ খান, আবুল হাসনাত কয়েছ, মাওলানা আবু ছাদেক, মৌলনা ফয়জুল হক, জগমবর আলী, ইকবাল হোসেন, আবদুল হান্নান, সাবেক চেয়ারম্যান শহিদুর রহমান ও আবদুছ সোবহান প্রমুখ।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More